হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ঝড় তুললেন পাকিস্তানি পেসার উসমান খান।শুধু কি ঝড়? রেকর্ড বইয়ে নাম লেখালেন ২৩ বছর বয়সী উসমান। দলের বোলিং শুরু করে শ্রীলঙ্কান ব্যাটিং দুমড়ে মুষড়ে ফেলেন এ প্রতিভাবান পেসার। নিজের প্রথম ২১ বলে তুলে নেন শ্রীলঙ্কার ৫ উইকেট। আর উসমানের এমন বোলিং তোপে পাকিস্তানের বিপক্ষে ৫ম তথা শেষ ওয়ানডেতে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা।
সোমবার শারজাতে এ ম্যাচটা হারলেই ৫ ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ হতে হবে শ্রীলঙ্কাকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শ্রীলঙ্কা জিতলেও ওয়ানডে সিরিজে দাঁড়াতেই পারেনি তারা। টানা চার ম্যাচে হারার পর শেষ ম্যাচেও শোচনীয় অবস্থা।এ বছর ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে শ্রীলঙ্কাকে।
সোমবার শেষ ওয়ানডেতে পাকিস্তানি তরুণ পেসার উসমান খানের বোলিং ছিল দেখার মতো। একে একে ফেরান উপল থারাঙ্গা, সামরাবিক্রমা, চান্ডিমাল, ডিকওয়েলা, শ্রীবর্ধনেকে। ২০০১ সালের পর টানা সবচেয়ে কম বলে তৃতীয় বোলার হিসেবে ৫ উইকেটে নেবার কৃতিত্ব দেখান উসমান। এর আগে ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কান পেসার চামিন্ডা ভাস। ২০০৩ সালের বিশ্বকাপে ডাচ বোলার ফন ডার গাগটেন প্রথম ২০ বলে ৫ উইকেট তুলে নিয়েছিলেন কানাডার।