হাওর বার্তা ডেস্কঃ নভেম্বরেই ইউ-ব্র্যান্ডের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে তাইওয়ানের টেক জায়ান্ট এইচটিসি। আগামী মাসে এক আয়োজনে ইতিমধ্যে তারা নিমন্ত্রণ করেছে মিডিয়াকে।
কাজেই এখন থেকেই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।
এমনিতেই এইচটিসি ইউ-ব্র্যান্ডের দুটো মডেল নিয়ে কাজ করছে। এ বছরের প্রথম দিকে এইচটিসি ইউ১১ নামে ফ্ল্যাগশিপ আনে নির্মাতা। এবার ইউ১১ প্লাস আনতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। মাঝখানে মধ্যম বাজেটের ইউ১১ লাইফ নামেও একটি মডেল করেছে তারা। এটাও বাজারে আসার অপেক্ষায়। এই স্মার্টফোন নিয়ে তেমন আলোচনা না হলেও আসন্ন ইউ১১ প্লাসের কিছু স্পেসিফিকেশন এবং বিশেষজ্ঞের দেওয়া তথ্যের ভিত্তিতে বোঝা যায়, আবারো প্রযুক্তির বাজারে আলোড়ন তুলবে তারা।
ল্যাবটুফের এর টুইটে বলা হয়, আসন্ন যন্ত্রটির ফাঁসকৃত তথ্যে চমক আছে। নতুন ফোনটি সাম্প্রতিক বেশ কয়েকটি ফ্ল্যাগশিপের চেয়ে পাতলা দেহের অধিকারী হবে।
এর ৯.১ মিলিমিটার দেহে ৪০০০এমএএইচ ব্যাটারি থাকবে। এর আগের প্রকাশ পাওয়া কিছু তথ্যে জানা গেছে, আগের ইউ১১ এর ৫.৫ ইঞ্চি পর্দার তুলনায় নতুনটির পর্দায় এক্স-ওআই-জেড ডাইমেনশনে কিছু পরিবর্তন থাকছে। এর পর্দাটি হবে ৫.৯৯ ইঞ্চির।
গিকবেঞ্চ এর এক প্রতিবেদনে বলা হয়, এইচটিসি ইউ১১ প্লাসে থাকবে ৪ জিবি র্যাম। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি-তে চলবে অ্যান্ড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেম। আরো আগে ধারনা দেওয়া হয়েছিল যে, এর ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে ৬ জিবি র্যাম থাকবে।
এর দাম সম্পর্কে কোনো ধারণা মেলেনি। উচ্চমানের স্পেসিফিকেশন হওয়ায় দাম তো ভালো হবেই। এদিকে, ইউ১১ লাইফ ৫.২ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে। থাকবে স্ন্যাপড্রাগন ৬৩০ এসওসি। সঙ্গে ৩ জিবি র্যাম আর অভ্যন্তরে ৩২ জিবি স্টোরেজ থাকবে। এর দাম ৪০০ ডলারের মতো হবে বলেই ধারণা করছেন সবাই। সূত্র : গেজেট স্নো