হাওর বার্তা ডেস্কঃ প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) গিয়ে দুর্দান্ত ফর্মে আছেন নেইমার। অনেকে তাকে পিএসজির মেসি বলেও ডাকতে শুরু করেছেন। তবে দলটির কোচ উনাই এমেরি মনে করেন পিএসজিতে মেসির ভুমিকায় যেতে নেইমারের আরও সময় লাগবে।
ফরাসি ফুটবলে ‘ক্লাসিকো’ হিসেবে বিবেচনা করা হয় পিএসজির বিপক্ষে মার্শেইয়ের ম্যাচকে। ফ্রান্সে এসে নেইমার যখন ওই ধরনের ম্যাচে নামার অপেক্ষায় নেইমার। সেই ম্যাচের আগে পিএসজি কোচের কাছে সাংবাদিকরা জানতে চান, নেইমার কি পিএসজির মেসি হতে পারবেন?
উত্তরে পিএসজি কোচ বলেছেন, ‘সতীর্থ ও আমাদের খেলার ধাঁচের সঙ্গে মানিয়ে নিতে ওর সময় দরকার। ওর দিকে প্রতিপক্ষের যে আগ্রাসী দিকটা আছে, সেটা ওকে সামলাতে হবে।’
তবে পিএসজির সঙ্গে মানিয়ে নিতে সব ধরনের সহযোগিতা দেয়ার কথাও জানান এমেরি। তিনি বলেন, ‘নেইমারেরসেরাটা বের করে নিয়ে আসতে আমরা সব ধরনের সাহায্য করব। আমরা ভিডিও বিশ্লেষণের মাধ্যমে তার খেলার উন্নতির চেষ্টা করছি।