হাওর বার্তা ডেস্কঃ নেইমার, কিলিয়ান এমবাপ্পে, এডিনসন কাভানি ও অ্যাঙ্গেল ডি মারিয়া- গোল পেয়েছেন চারজনই। পিএসজির সেরা চার তারকা গোল পেলে প্রতিপক্ষের অবস্থা কেমন হতে পারে সেটি সহজেই অনুমেয়। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপের ম্যাচে আন্ডারলেখটকে দাঁড়াতেই দেয়নি পিএসজি। একক আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এটি পিএসজির টানা তৃতীয় জয়। নেইমার-কাভানিদের অপ্রতিরোধ্য পারফরম্যান্সই বলে দিচ্ছে ইউরোপিয়ান প্রতিযোগিতায় পাকা আসন করে নেয়ার পথেই আছে ফরাসি জায়ান্টরা।
প্রতিপক্ষের মাঠে খেলার মাত্র তৃতীয় মিনিটেই এমবাপ্পের গোলে লিড নেয় পিএসজি। বিরতির এক মিনিট আগে সফরকারীদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি।
বিরতির পর নেইমারের গোলে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে পিএসজি। ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে স্বাগতিকদের কফিনে শেষে পেরেক ঠুকে দেন ডি মারিয়া।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। হার কী জিনিস প্যারিস সেই স্বাদ এখনো পাননি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়া নেইমার। ১৩ ম্যাচের ১২টিতে জয় এবং একটিতে ড্র করে অ্যালেগ্রির দল। এই ১৩ ম্যাচে প্রায় ৩.৩ গড়ে ৪৩ গোল করেছেন নেইমার-কাভানি-এমবাপ্পেররা। বোঝাই যাচ্ছে, ইউরোপের অন্যতম সেরা আক্রমণ-ত্রয়ী রয়েছে পিএসজির দখলে।
বুধবার গ্রুপের অপর ম্যাচে সেল্টিককে ৩-০ গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ। তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পিএসজি শীর্ষেই রয়েছে। ৬ পয়েন্ট নিয়ে বায়ার্নের অবস্থান দুইয়ে। টানা তৃতীয় হারে তলানিতে অবস্থান আন্ডারলেখটের। ৩ পয়েন্ট নিয়ে সেল্টিক রয়েছে তিনে।