হাওর বার্তা ডেস্কঃ ঘটনাবহুল খেলায় বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। প্রথমার্ধের ১৮ মিনিটে নিকোলওয়ের আত্মঘাতি গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নুয় ক্যাম্পে এরপর গোলই পাচ্ছিল না কাতালানরা। এরই মধ্যে ৪২ মিনিটের মাথায় দ্বিতীয় হণুদ কার্ড দেখে বহিস্কুত হন জেরার্ড পিকে। ১০ জনের বার্সেলোনাকেও সামলাতে পারছিল না গ্রিকরা। বরং ৬১ মিনিটের সময় আর্জেন্টাইন তারকা মেসির গোলে ব্যবধান ২-০ করে বার্সা।
চ্যাম্পিয়ন্স লীগে এটি মেসির শততম গোল। তার চেযে বেশি গোল কেবল রিযাল মাদ্রিদ তারকা রোনালদোর। ১৫১ খেলায় তার গোল ১১২। আর মেসির সেঞ্চুরি হলো ১২২ খেলায়। গড়ে গোল মেসিরই বেশি। এর তিন মিনিট পরে বার্সার তৃতীয় গোল করেন লুকাস ডাইনে। ৮৯তম মিনিটে সেই নিকোলাও গ্রিকদের হয়ে একটি গোল শোধ করেন।
এদিকে আজারবাইজানের বাকুতে খেলতে গিয়ে গোলশূন্য ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে আজারবাইজানের দল কারাবাগ প্রথম পয়েন্ট পেলো ইউরোপিয়ান আসরে।