সবার চোখ ছিল বেইজিংয়ে। উসাইন বোল্ট না মাইকেল গ্যাটলিন? বিশ্ব মিটের সবচেয়ে বড় যুদ্ধের প্রথম রাউন্ডের মহড়ায় এগিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের তারকা স্প্রিন্টারই। আগের দিন সাত নম্বর হিট জিততে বোল্ট সময় নেন ৯.৯৬। গ্যাটলিন সেখানে ষষ্ঠ হিট জেতেন ৯.৮৩ সেকেন্ডে।
বোল্ট ভক্তরা ছিলেন মহাচিন্তায়। কিন্তু নির্ভার ছিলেন বোল্ট নিজে। কারণ তিনি ভালো করেই জানেন, সময়মত কিভাবে জ্বলে ওঠতে হয়। হ্যাঁ, আবারও সময়মত জ্বলে ওঠলেন জামাইকার গতির দানব।
বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে চ্যালেঞ্জার যুক্তরাষ্ট্রের জাসটিন গ্যাটলিনকে হতাশ করে স্বর্ণ পদক জিতে নিয়েছেন জামাইকার গতির রাজা উসাইন বোল্ট। সময় নেন ৯.৭৯ সেকেন্ড। মানে হিটের চেয়ে সময় অনেকটাই কমিয়ে আনলেন বোল্ট। হিটের চেয়ে সময় কম নেন জস্টিন গ্যাটলিনও। ফাইনালে তিনি সময় নেন ৯.৮০ সেকেন্ড। মানের অল্পের জন্য বোল্টকে হারানো গেল না। চলতি বছর এটাই প্রথম হার গ্যাটলিনের।
৯.৯২ সেকেন্ড সময় নিয়ে যৌথভাবে বোঞ্জ পদক জিতেন কানানার ডি গ্রেস ও যুক্তরাষ্টের ব্রোমেল।
খেতাব জেতার পর বোল্ট বলেন,‘নিজের উপর আস্থা ছিল। জানতাম টাইমিং আরো ভালো করতে পারব। আমি খুশি।’