হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি আসরে খেলতে আসেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। দু’চারটি ম্যাচ খেলে চলে যান। কিন্তু এবার পুরো আসর জুড়েই বিপিএল মাতাবেন তিনি। খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে চেয়েছিলেন গেইল। তাই বিপিএলে খেলতে আসতে চেয়েছিলেন শেষদিকে। রংপুরের হয়ে শেষ চারটি ম্যাচ খেলতে চেয়েছিলেন তিনি। তবে, গ্লোবাল টি-টোয়েন্টি লিগ স্থগিত হওয়ায় বিপিএলে পুরো টুর্নামেন্টে খেলবেন তিনি।
রংপুর রাইডার্স এবার বেশ শক্তিশালী দল সাজিয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে দলে ভিড়িয়েছে তারা। এই দলে আইকন খেলোয়াড় হিসাবে খেলবেন মাশরাফি বিন মর্তুজা। দলে অন্যান্যদের মধ্যে রয়েছেন রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস, রবি বোপারা, স্যামুয়েল বাদরি ও থিসারা পেরেরাদের মতো তারকা খেলোয়াড়রা।