গোপালগঞ্জের মধুমতি সৌন্দর্য হারাতে বসেছে

হাওর বার্তা ডেস্কঃ মোহাম্মদ মাহমুদ কবির আলী, গোপালগঞ্জ জেলা শহরের প্রান বলে খ্যাত মধুমতি লেকটি নয়নাভিরাম করতে সৌন্দর্যবর্ধন কর্মসুচির আওতায় কাজ শুরু করেও তা সম্পন্ন করা হয় নাই।  যতটুকু কাজ হয়েছিলো তা দেখভালের অভাবে এবং যথাযথ সংস্কার না করায় লেকটি এখন বিসদৃশ হয়ে পড়েছে।
লেকপাড়ের রেলিং,ল্যাম্প পোষ্টগুলি চুরি যাচ্ছে অহরহ। লেক পাড়ে অসংখ্য অবৈধ দোকানপাট গজিয়েছে। কেউ কেউ সেসব দোকান স্থায়ীকরনের চেষ্টাও করছে। লেকের মধ্যে আবার বানা বসিয়ে মাছ চাষের চেষ্টা চালাচ্ছে একটি চক্র। লেকের পানিতে শ্যাওলা আর দুইপাড় জুড়ে ঝোপঝাড় গজিয়েছে। সার্বিকভাবে সৌন্দর্যের হানি ঘটেছে। এসব বিষয় নিয়ে পৌর কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানা গেছে শীঘ্রই অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর