হাওর বার্তা ডেস্কঃ ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষে ছাত্র সোলাইমান মিয়া শিমুল নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যায় ১০/১২ জনের একদল সন্ত্রাসী শোভারাপুর বাজার থেকে তাকে ধরে নিয়ে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে গাছের সাথে বেঁধে রাখে। রাতে খবর পেয়ে পুলিশ শিমুলকে উদ্ধার করে মুমুর্ষূ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়।
ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে আহতবস্থায় শিমুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সেখানে ভোরে তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনার সাথে যারা জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে। নিহতের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত শিমুলের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই মামলা নেয়া হবে বলে জানান তিনি।