হাওর বার্তা ডেস্কঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থতার ছুটি চেয়ে আবেদনের চিঠি ও বিদেশে যাওয়ার সময় সাংবাদিকদের দেয়া লিখিত বক্তব্য নিয়ে আওয়ামী লীগের যৌথ সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তিনি ছুটি চেয়েছেন ওটাও লিখিত বিষয়। আর সাংবাদিকদের কাছে বিদেশে যাওয়ার প্রাক্কালে যেটি দিয়েছেন এটাও লিখিত বিষয়। এ দুটি লিখিত বিষয় নিয়ে আমাদের দলের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথসভা হবে শনিবার সন্ধ্যায়, সেখানে আলাপ-আলোচনা করে দলের বক্তব্য দেব।’
এক ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতির কাছে তিনি অসুস্থ বলে ছুটি চেয়েছেন। দুটো চিঠি নিয়েই আমাদের আলাপ-আলোচনা করতে হবে। যিনি (আইনমন্ত্রী) জোর গলায় বলেছেন অসুস্থতার (প্রধান বিচারপতি) কারণে ছুটি চেয়েছেন। তাকেও আমাদের আজকের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছি।