হাওর বার্তা ডেস্কঃ “দুর্যোগ সহনীয় আবাসন গড়ি, নিরাপদে বাস করি” এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৭ উদযাপিত হয়। নোয়াখালী জেলা প্রশাসন ও ফায়ার বিগ্রেড এর যৌথ উদ্যোগে শোভাযাত্রা, দুর্যোগ মহড়া, আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। এছাড়া বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ অক্টোবর) সকালে নোয়াখালী কোর্ট বিল্ডিং প্রাঙ্গন থেকে এক বণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে নোয়াখালী জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্কুল মাঠে এসে শেষ হয়।
জেলা স্কুল মাঠে ফায়ার বিগ্রেড,সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবকের উদ্যোগে এক মনোমুগ্ধকর দুর্যোগ কালীন প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগের বিভিন্ন কর্মসূচি ও দুর্যোগ নিবারণ প্রস্তুতিমূলক কর্মসূচি দেখানো হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক উদয়ন দেওয়ানের সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ মাহবুবুল আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, ফায়ার বিগ্রেডের অতিরিক্ত পরিচালক মোঃ হুমায়ুন সহ জেলা প্রশাসন ও ফায়ার বিগ্রেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।