হাওর বার্তা ডেস্কঃ বিএনপি সংলাপে অংশ নিচ্ছে বলে অবশ্যই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বিশ্বাস করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
শনিবার রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজে ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
কে এম নুরুল হুদা বলেন, আগামীকাল রোববার বিএনপির সঙ্গে আমাদের সংলাপ রয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা সংলাপে অংশ নিচ্ছে।
নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপি যেহেতু সংলাপে অংশ নিচ্ছে সেহেতু আমাদের ওপর তাদের আস্থা রয়েছে। আমাদের বিশ্বাস, তারা অবশ্যই নির্বাচনে অংশ নেবে।
এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, সংলাপ শেষে সংলাপে আসা সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। ইসির আওয়তায় আছে এমন বিষয়গুলো নিয়ে করণীয় ঠিক করতে কমিশন বৈঠক করবে। তবে সংলাপে প্রস্তাব আকারে আসা সব ধরনের সুপারিশগুলো সব দল ও সরকারের কাছে পাঠানো হবে।