হাওর বার্তা ডেস্কঃ জেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ১৩ দিনে (১ অক্টোবর থেকে ১৪ তারিখ সকাল পর্যন্ত) ১৫৫ জেলেকে জেল দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে জরিমানা আদায় করা হয়েছে ৪ লাখ ৪২ হাজার টাকা। এছাড়া অবৈধ জাল উদ্ধার করা হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৪০০ মিটার। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। গত ১৩দিনে জেলার ৭ উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়।
মত্স্য বিভাগ সূত্র জানায়, গত ১৩দিনে জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৩৪টি। মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানো হয়েছে ৩০৩টি। একইসাথে ৩৪৯টি মাছ ঘাট, ৪৩৭টি আড়ত্ ও ২১৩টি ইলিশের বাজার পরিদর্শন করা হয়েছে। এই সময়ের মধ্যে নৌকা জব্দ করা হয়েছে ২৬টি ও ইলিশ উদ্ধার হয়েছে ২ হাজার ১৮৬ কেজি। এছাড়া মামলা দায়ের হয়েছে ১০০টি। জব্দকৃত ইলিশ অসহায়দের মাঝে বিতরণ ও জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলে সূত্র জানায়। আর এই সময়ের মধ্যে নিলামকৃত আয় হয়েছে ৩৪ হাজার টাকা।
জেলা মত্স্য কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। তাই ইলিশ রক্ষায় আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অভিযানে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদন্ড করা হয়েছে। এ বছর পেশাদার জেলেরা ইলিশ শিকার করতে নদীতে নামছেনা। তবে অসাধু জেলেদের একটি চক্র ইলিশ ধরতে চাচ্ছে।
মত্স্য কর্মকর্তা আরো বলেন, জেলায় ইতোমধ্যে জেলেদের মাঝে বিতরনের জন্য সরকারি চাল এসেছে। এবার ৮৮ হাজার ১১১ জেলের মাঝে প্রত্যেককে ২০ কেজি করে চাল দেয়া হবে। চলতি সপ্তাহের মধ্যেই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে। এছাড়া অভিযানে নিলামকৃত আয় ও জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বাসস।