হাওর বার্তা ডেস্কঃ দশম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে জাপানের মুখোমুখি হয় ভারত। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে প্রাক্তন চ্যাম্পিয়নরা। জাপানকে হারিয়েছে ৫-১ গোলের ব্যবধানে।
প্রথম কোয়ার্টারে ভারতের একটি গোলের পর পরই জাপান গোল করে সমতা ফেরায়। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথম কোয়ার্টারের লড়াই। দ্বিতীয় কোয়ার্টারে ভারত গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ১৯৭৫ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে তারা জোড়া গোল পায়। তাতে এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। চতুর্থ ও শেষ কোয়ার্টারে তারা আরো একটি গোলের দেখা পেলে ৫-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে। জাপান প্রথম কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই করলেও পরের তিন কোয়ার্টারে তাল মেলাতে পারেনি।
ভারতের পক্ষে এসভি সিং প্রথম গোলটি করেন। জাপানের হয়ে কেনজি কিতাজাতো গোল করে সমতায় ফেরান দলকে। এরপর ভারতের উপাধ্যায় ললিত গোল করে এগিয়ে নেন ভারতকে। তৃতীয় কোয়ার্টারে রানামদ্বীপ সিং গোল করে ব্যবধান ৩-১ করেন। পরের দুটি গোল করেন ভারতের তারকা হকি খেলোয়াড় হারমানপ্রিত সিং।