আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে।
তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মুসল্লিরা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এদিকে, ওলামা লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বায়তুল মোকাররম মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে বের হলে দক্ষিণ গেটে ইলিয়াস বিন হেলালীর গলায় ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় জামায়াত-ছাত্রশিবির জড়িত বলে তিনি দাবি করেছেন।