ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রুবেল ঢাকায় বাকিরা বেনোনিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়ে গতকাল প্রথম অনুশীলনও করে ফেলেছে। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচের ভেন্যু বেনোনিতে মুশফিকুর রহিমরা যখন অনুশীলন শুরু করে দিয়েছেন, তখনো এই সফরের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানেন না দলের অন্যতম ফাস্ট বোলার রুবেল হোসেন কবে গিয়ে যোগ দেবেন! তিনি শুধু এটুকুই জানাতে পারলেন যে, ‘রুবেলের কী যেন একটা সমস্যা হয়েছিল। ’

বড় কোনো সমস্যাই যে হয়েছিল, সেটি তো শনিবার বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পথে উড়াল দিতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুবেলের ফিরে আসাতেই স্পষ্ট। হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের হয়ে ইংল্যান্ড সফরে থাকা আরেক পেসার শুভাশীষ রায়ও যেখানে দলের সঙ্গে যোগ দিয়ে ফেলেছেন, রুবেল তখনো ঢাকায়। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে যাঁকে পাওয়া গেছে, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও ঠিক নিশ্চিত নন যে কবে দক্ষিণ আফ্রিকায় পাঠানো যাবে রুবেলকে? তাঁর কথা, ‘আমরা ওর ছাড়পত্রের অপেক্ষায় আছি। আসামাত্রই আমরা ওকে বিমানে তুলে দেব। ’

যে ছাড়পত্রের কথা বললেন বিসিবির প্রধান নির্বাহী, সেটি আর সবার এলেও রুবেলেরটি এলো না কেন? এ প্রশ্নও উঠছে স্বাভাবিকভাবেই। নিজাম এর জবাবও দিয়েছেন, ‘‘কোনো কোনো দেশের নতুন নিয়মানুযায়ী এখন চূড়ান্ত গন্তব্য থেকে ‘ওকে টু বোর্ড’ ছাড়পত্রের দরকার হয় যাত্রীদের। বোর্ডিং পাস দেওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসও সেই ছাড়পত্রটি এনে থাকে। যেকোনো কারণেই হোক অন্যদের ছাড়পত্র এলেও আসেনি রুবেলেরটি।

’’ এমিরেটসের ফ্লাইটে অন্যরা তাই দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকায় চলে গেলেও রুবেলকে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় ঢাকায়। এই ফেরা নিয়েও ছড়িয়ে পড়তে থাকে নানা গুঞ্জন। যার কোনো কোনোটি সত্যি হতে পারে বলেও অনুমান বিসিবি কর্মকর্তাদের। এমনিতেই বৈধ এবং অবৈধ উপায়ে দক্ষিণ আফ্রিকায় প্রচুর বাংলাদেশির যাতায়াত। তাদের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের নজিরও কম নয়। ধারণা করা হচ্ছে একই নামের কোনো বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত হয়ে থাকতে পারেন। যার ভুক্তভোগী হতে হয়েছে ক্রিকেটার রুবেলকে। এ রকম কিছু ঘটার সম্ভাবনা উড়িয়ে দেননি বিসিবি প্রধান নির্বাহীও, ‘এ রকম কিছুই হবে। না হলে এত জটিলতা কেন হবে? তা ছাড়া এই নামটি তো বহুল প্রচলিতও। ’ বিসিবি অবশ্য দ্রুতই যোগাযোগ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে। তবে শনি ও রবিবার সেখানে সাপ্তাহিক ছুটি হওয়ায় সেই যোগাযোগের ফল পাওয়া যায়নি। বিসিবির আশা দ্রুতই তা পাওয়া যাবে এবং রুবেলও শিগগিরই দলের সঙ্গে গিয়ে যোগ দেবেন। এর আগেই দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে মুশফিকুর রহিমদের। গতকাল পুরোদমে অনুশীলন হয়েছে। আর সফরকারীরা তাঁদের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়েও স্বচ্ছ ধারণা পেয়েছে। এই ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তাদের নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জন্ডি জানিয়েছেন, ‘আমরা মূলত সিএসএ-এর একাডেমির খেলোয়াড়দের নিয়ে দলটি গঠন করেছি। এই দলটির অভিজ্ঞতা ও ভারসাম্যের জন্য আমরা কিছু ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়কেও এখানে যুক্ত করে দিয়েছি। ’ তাঁদের সঙ্গে খেলতে প্রস্তুত বাংলাদেশ দলের সঙ্গে গিয়ে এখন পর্যন্ত রুবেলই কেবল যুক্ত হতে পারেননি!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রুবেল ঢাকায় বাকিরা বেনোনিতে

আপডেট টাইম : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়ে গতকাল প্রথম অনুশীলনও করে ফেলেছে। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচের ভেন্যু বেনোনিতে মুশফিকুর রহিমরা যখন অনুশীলন শুরু করে দিয়েছেন, তখনো এই সফরের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানেন না দলের অন্যতম ফাস্ট বোলার রুবেল হোসেন কবে গিয়ে যোগ দেবেন! তিনি শুধু এটুকুই জানাতে পারলেন যে, ‘রুবেলের কী যেন একটা সমস্যা হয়েছিল। ’

বড় কোনো সমস্যাই যে হয়েছিল, সেটি তো শনিবার বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পথে উড়াল দিতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুবেলের ফিরে আসাতেই স্পষ্ট। হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের হয়ে ইংল্যান্ড সফরে থাকা আরেক পেসার শুভাশীষ রায়ও যেখানে দলের সঙ্গে যোগ দিয়ে ফেলেছেন, রুবেল তখনো ঢাকায়। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে যাঁকে পাওয়া গেছে, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও ঠিক নিশ্চিত নন যে কবে দক্ষিণ আফ্রিকায় পাঠানো যাবে রুবেলকে? তাঁর কথা, ‘আমরা ওর ছাড়পত্রের অপেক্ষায় আছি। আসামাত্রই আমরা ওকে বিমানে তুলে দেব। ’

যে ছাড়পত্রের কথা বললেন বিসিবির প্রধান নির্বাহী, সেটি আর সবার এলেও রুবেলেরটি এলো না কেন? এ প্রশ্নও উঠছে স্বাভাবিকভাবেই। নিজাম এর জবাবও দিয়েছেন, ‘‘কোনো কোনো দেশের নতুন নিয়মানুযায়ী এখন চূড়ান্ত গন্তব্য থেকে ‘ওকে টু বোর্ড’ ছাড়পত্রের দরকার হয় যাত্রীদের। বোর্ডিং পাস দেওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসও সেই ছাড়পত্রটি এনে থাকে। যেকোনো কারণেই হোক অন্যদের ছাড়পত্র এলেও আসেনি রুবেলেরটি।

’’ এমিরেটসের ফ্লাইটে অন্যরা তাই দুবাই হয়ে দক্ষিণ আফ্রিকায় চলে গেলেও রুবেলকে বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় ঢাকায়। এই ফেরা নিয়েও ছড়িয়ে পড়তে থাকে নানা গুঞ্জন। যার কোনো কোনোটি সত্যি হতে পারে বলেও অনুমান বিসিবি কর্মকর্তাদের। এমনিতেই বৈধ এবং অবৈধ উপায়ে দক্ষিণ আফ্রিকায় প্রচুর বাংলাদেশির যাতায়াত। তাদের নানা অপরাধমূলক কর্মকাণ্ডের নজিরও কম নয়। ধারণা করা হচ্ছে একই নামের কোনো বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত হয়ে থাকতে পারেন। যার ভুক্তভোগী হতে হয়েছে ক্রিকেটার রুবেলকে। এ রকম কিছু ঘটার সম্ভাবনা উড়িয়ে দেননি বিসিবি প্রধান নির্বাহীও, ‘এ রকম কিছুই হবে। না হলে এত জটিলতা কেন হবে? তা ছাড়া এই নামটি তো বহুল প্রচলিতও। ’ বিসিবি অবশ্য দ্রুতই যোগাযোগ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গে। তবে শনি ও রবিবার সেখানে সাপ্তাহিক ছুটি হওয়ায় সেই যোগাযোগের ফল পাওয়া যায়নি। বিসিবির আশা দ্রুতই তা পাওয়া যাবে এবং রুবেলও শিগগিরই দলের সঙ্গে গিয়ে যোগ দেবেন। এর আগেই দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে মুশফিকুর রহিমদের। গতকাল পুরোদমে অনুশীলন হয়েছে। আর সফরকারীরা তাঁদের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়েও স্বচ্ছ ধারণা পেয়েছে। এই ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তাদের নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জন্ডি জানিয়েছেন, ‘আমরা মূলত সিএসএ-এর একাডেমির খেলোয়াড়দের নিয়ে দলটি গঠন করেছি। এই দলটির অভিজ্ঞতা ও ভারসাম্যের জন্য আমরা কিছু ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়কেও এখানে যুক্ত করে দিয়েছি। ’ তাঁদের সঙ্গে খেলতে প্রস্তুত বাংলাদেশ দলের সঙ্গে গিয়ে এখন পর্যন্ত রুবেলই কেবল যুক্ত হতে পারেননি!