হাওর বার্তা ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভারতকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশি যুবারা।
সোমবার ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে আনে বাংলাদেশ।
প্রথমার্ধের খেলায় ৩ গোলে পিছিয়ে পড়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। একে একে তিন গোল পরিশোধ করে জয়সূচক চতুর্থ গোলও হজম করায় ভারতীয়দের।
বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন জাফর আবদুল্লাহ। অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়ার।
শ্রীলংকা শেষ সময়ে নাম প্রত্যাহার করায় পাঁচ দলের এই টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লীগ ভিত্তিতে। প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে।
২০ সেপ্টেম্বর মালদ্বীপ এবং ২৫ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে নেপাল ও ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।