হাওর বার্তা ডেস্কঃ লাকসাম ও মনোহরগঞ্জ দু’উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা। লাকসাম উপজেলার একটি পৌরসভাসহ ৭টি ইউনিয়ন। অপরদিকে মনোহরগঞ্জে ১১টি ইউনিয়ন। এ আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী প্রায় চূড়ান্ত। অপরদিকে বিএনপিতে রয়েছে আভ্যন্তরীণ কোন্দল। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক শিল্পপতি আবুল কালাম।
আগামী নির্বাচনের এখনও অনেক সময় বাকি। তারপরও গত দুটি ঈদে নির্বাচনী আমেজ ছড়িয়ে দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। পাশাপাশি চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার, পাড়া-মহল্লায় সর্বত্র আলোচনা কোন দল থেকে কে প্রার্থী হবেন। এ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাজুল ইসলামের প্রার্থীতা প্রায় চূড়ান্ত। ২০১৪ সালে ৫ই জানুয়ারি সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো তাজুল ইসলাম নির্বাচিত হন। ’৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাজুল ইসলাম নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তাজুল ইসলাম ফের নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে পর পর তিনবার সংসদ নির্বাচিত হওয়ার পর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন।
সংসদ সদস্য তাজুল ইসলাম বর্তমান সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হওয়ায় লাকসাম-মনোহরগঞ্জ আসনে শতভাগ বিদ্যুতের আওতায় আনছেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে দুই উপজেলার মানুষ শতভাগ বিদ্যুৎ সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া তিনি বলেন, ৯৬ সালে সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি লাকসাম ন.ফ সরকারি কলেজে অনার্স কোর্স চালু করেছেন। আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হলে উক্ত কলেজে মাস্টার্স কোর্স চালু হবে বলে তিনি জানান। তিনি বলেন, লাকসাম-মনোহরগঞ্জ দু’উপজেলার মধ্যে দলীয় রাজনীতি শক্ত অবস্থানে এনে দাঁড় করিয়েছেন। এমপি তাজুল বলেন, নিজের জন্য আমি রাজনীতি করিনা। জনগণের স্বার্থে এবং এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করে আসছি। এছাড়া লাকসাম পৌরসভার মধ্যে বহুতল বিশিষ্ট সুপার মার্কেট নির্মাণ করা হবে বলে তিনি জানান। ওই মার্কেটে যারা পূর্বে দোকান ছিলো তারাই অগ্রাধিকার ভিত্তিতে দোকান পাবে। তাজুল ইসলাম বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। বর্তমান বন্যায় গ্রামীণ অবকাঠামো অধিকাংশ ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পুনঃসংস্কার কাজ শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।
অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি দু’গ্রুপে বিভক্ত। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম আনোয়ারুল আজিম। অপর গ্রুপে রয়েছে কেন্দ্রীয় বিএনপি’র শিল্পবিষয়ক সম্পাদক ও চৈতী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। দীর্ঘদিন থেকে দুই নেতার মধ্যে বিরোধ থাকায় দলীয় কর্মকাণ্ড আলাদা আলাদা পালন করছে। বিএনপি’র শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ঝিমিয়ে পড়া ছাত্রদল, শ্রমিকদল, যুবদল ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেন। ইতি মধ্যে কালাম ছাত্রদল ও যুবদলের কমিটি কেন্দ্রীয় নেতাদের দিয়ে অনুমোদন করিয়ে আনেন। বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আনোয়ারুল আজিম গত রমজান মাসে ঢাকা একটি ক্লাবে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করেন। শেষ পর্যন্ত পদত্যাগপত্র বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রহণ না করায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। আনোয়ারুল আজিম লাকসাম উপজেলা বিএনপি’র গুম হওয়া এক নেতার বাড়িতে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন। ওই সভা থেকে লাকসাম উপজেলা বিএনপি’র সভাপতি ডা. নূর উল্লাহ রায়হানকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শাহ্ আলমের নাম ঘোষণা করেন। অপরদিকে কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম দু’উপজেলার মধ্যে বিএনপি’র অপর কমিটি ঘোষণা করেন। লাকসাম উপজেলা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান বাদল ও মনোহরগঞ্জ উপজেলা সভাপতি পদে আবদুল মান্নান মনু ও সাধারণ সম্পাদক পদে দোলনের নাম ঘোষণা দেন। ২০১৩ সালে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে লাকসাম উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির পারভেজ অপহৃত হন। এরপর থেকে তারা নিরুদ্দেশ। ২০০১ সালে শিল্পপতি আবুল কালাম বিএনপি থেকে মনোনয়ন চান। ওই সময় নমিনেশন পান কর্নেল (অব.) আনোয়ারুল আজিম। সেই থেকে দুই নেতার দ্বন্দ্ব। আজও চলছে। দুই নেতার আভ্যন্তরীণ কোন্দলে লাকসাম বিএনপি নেতা-কর্মীরাও দ্বিধাবিভক্ত। এ দু’নেতার পাশাপশি মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারী বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বলে একাধিক সূত্র জানায়।
বিএনপি’র সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীর তরিকুল ফেডারেশনের যোগ দেন। এরপর থেকে তিনি এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে তরিকুল ফেডারেশন (মুজিবুল বাশার মাইজ ভাণ্ডারী) পক্ষ থেকে তিনি নির্বাচনে প্রার্থী হবেন।
লাকসামে জাতীয় পার্টির অস্তিত্ব প্রায়ই বিলীন। সংসদ নির্বাচন এলে ড. গোলাম মোস্তফা জাতীয় পার্টি থেকে প্রার্থী হন। ইসলাম শাসনতন্ত্র আন্দোলন জাকের পার্টিসহ ইসলামী অন্যান্য শরিকদল একক প্রার্থী দিতে পারেন বলে গুঞ্জন শুনা যাচ্ছে।
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগে একক প্রার্থী, বিএনপিতে দু’নেতার লড়াই
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
- ৩০৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ