হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের সাবেক ও বর্তমান তারকাদের নিয়ে স্বপ্নের একাদশ তৈরি করতে দেখা যায় খেলোয়াড়দের। এবার তেমনই একটা একাদশ গঠন করলেন ইতালিয়ান কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলো।
এই দলে আক্রমণভাগে লিওনেল মেসিকে রাখলেও জায়গা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর।আর্ন্তজাতিক ফুটবল থেকে ২০১৫ সালে অবসর নেওয়া পিরলোর দলে সবচেয়ে বেশি ৫ জন তার স্বদেশ ইতালির। ব্রাজিলের রয়েছেন দু’জন। এছাড়া আর্জেন্টিনা, স্পেন, জার্মানি ও ইংল্যান্ডের রয়েছেন একজন করে।
পিরলো গোলরক্ষক হিসেবে রেখেছেন তারই সাবেক জাতীয় দল ও ক্লাব সতীর্থ কিংবদন্তি জিয়ানলুইজি বুফনকে। চারজন ডিফেন্ডারের মধ্যে রয়েছেন জার্মানির সাবেক অধিনায়ক ফিলিপ লাম। আছেন ইতালির সাবেক অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো। ইতালির আরেক কিংবদন্তি পাওলো মালদিনি এবং ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু।
২-৪-৪-১ ফরমেশনে মাঝমাঠে আছেন স্পেনের সাবেক তথা বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার জাভি। এছাড়া আছেন ব্রাজিলের কাকা, ইংল্যান্ডের পল স্কোলেস ও ইতালির সাবেক জেনারো গ্যাট্টুসো।
স্ট্রাইকার হিসেবে আছেন বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। তার সঙ্গে রাখা হয়েছে আরেক ইতালিয়ান সাবেক ফিলিপ্পো ইনজাগিকে।