হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহের মুক্তাগাছায় নারী ধর্ষণের অভিযোগে এক ভাঙারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার দুপুরে গ্রেপ্তার জামাল হোসেন কালামকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার আড়াইবাড়ি ল্যাড়া বাজারে জামাল হোসেনের ভাঙারি দোকানে মালামাল সরবরাহ করতেন, অভিযোগকারী ধর্ষণের শিকার পাশের গ্রামের পারুলিতলার বাসিন্দা ওই নারী। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয়।
এরপর চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করেন। পরে এজাহারেরভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম জানান, শনিবার জামাল হোসেনকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষিতা নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।