ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উন্মোচন নতুন তিন আইফোনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন টেক জায়ান্ট অ্যাপল প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরে নতুন আইফোন উন্মোচন করতে যাচ্ছে। আইফোন উন্মোচনের এক দশক পূর্তি উপলক্ষে ডিভাইসটির একটি বিশেষ সংস্করণ আনা হবে।

মঙ্গলবার একযোগে নতুন তিনটি আইফোন উন্মোচনের কথা রয়েছে প্রতিষ্ঠানটির। অ্যাপল সাধারণত প্রতি বছর দুটি মডেলের বেশি আইফোন উন্মোচন করে না। তবে চলতি বছর প্রতিষ্ঠানটির আইফোনের এক দশক পূর্তি উপলক্ষে তিনটি মডেল উন্মোচনের সম্ভাবনা রয়েছে। অনেকে ধারণা করছেন, উন্মোচন হতে যাওয়া অ্যাপলের আইফোনের নাম আইফোন প্রো অথবা আইফোন এডিশন হতে পারে।

আগে কারো ধারণাই ছিল না যে, আইফোনের নাম আইফোন -৮ হতে পারে। একই সঙ্গে গত বছর বাজারে আসা আইফোন ৭ ও ৭ প্লাস নামে নতুন দুটি সংস্করণ আনা হতে পাওে এমন ধারণা ছিল অনেকের। কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, নতুন এ তিন আইফোনের নাম হচ্ছে আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন এক্স।

তবে আইফোন এক্সের বিভিন্ন ফিচার নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কয়েকজন বিশ্লেষক ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ আইফোনের দাম ১ হাজার ডলার কিংবা তার বেশি হতে পারে, এমন ধারণা করা হয়েছে। তবে এ তিন আইফোন নিয়ে সব বিতর্কের অবসান ঘটবে মঙ্গলবার।
বিশ্লেকদের তথ্যমতে, আজকের এ অনুষ্ঠানে নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ঘড়ির একটি নতুন সংস্করণ উন্মোচন করবে অ্যাপল।

আইফোন অ্যাপলের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এর রাজস্বের বেশির ভাগই আসে আইফোন বিক্রি থেকে। গত দুই বছরে আইফোন বিক্রি কিছুটা কমেছে। আইফোন ৭-এর নকশা এর আগের সংস্করণের সঙ্গে সাঞ্জস্যপূর্ণ হওয়াকে বিক্রি কমার জন্য দায়ী করা হয়। দশক পূর্তি উপলক্ষে আইফোনের বিশেষ সংস্করণের নকশা ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

উন্মোচন নতুন তিন আইফোনের

আপডেট টাইম : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন টেক জায়ান্ট অ্যাপল প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরে নতুন আইফোন উন্মোচন করতে যাচ্ছে। আইফোন উন্মোচনের এক দশক পূর্তি উপলক্ষে ডিভাইসটির একটি বিশেষ সংস্করণ আনা হবে।

মঙ্গলবার একযোগে নতুন তিনটি আইফোন উন্মোচনের কথা রয়েছে প্রতিষ্ঠানটির। অ্যাপল সাধারণত প্রতি বছর দুটি মডেলের বেশি আইফোন উন্মোচন করে না। তবে চলতি বছর প্রতিষ্ঠানটির আইফোনের এক দশক পূর্তি উপলক্ষে তিনটি মডেল উন্মোচনের সম্ভাবনা রয়েছে। অনেকে ধারণা করছেন, উন্মোচন হতে যাওয়া অ্যাপলের আইফোনের নাম আইফোন প্রো অথবা আইফোন এডিশন হতে পারে।

আগে কারো ধারণাই ছিল না যে, আইফোনের নাম আইফোন -৮ হতে পারে। একই সঙ্গে গত বছর বাজারে আসা আইফোন ৭ ও ৭ প্লাস নামে নতুন দুটি সংস্করণ আনা হতে পাওে এমন ধারণা ছিল অনেকের। কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, নতুন এ তিন আইফোনের নাম হচ্ছে আইফোন ৮, আইফোন ৮ প্লাস ও আইফোন এক্স।

তবে আইফোন এক্সের বিভিন্ন ফিচার নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কয়েকজন বিশ্লেষক ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ আইফোনের দাম ১ হাজার ডলার কিংবা তার বেশি হতে পারে, এমন ধারণা করা হয়েছে। তবে এ তিন আইফোন নিয়ে সব বিতর্কের অবসান ঘটবে মঙ্গলবার।
বিশ্লেকদের তথ্যমতে, আজকের এ অনুষ্ঠানে নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ঘড়ির একটি নতুন সংস্করণ উন্মোচন করবে অ্যাপল।

আইফোন অ্যাপলের ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এর রাজস্বের বেশির ভাগই আসে আইফোন বিক্রি থেকে। গত দুই বছরে আইফোন বিক্রি কিছুটা কমেছে। আইফোন ৭-এর নকশা এর আগের সংস্করণের সঙ্গে সাঞ্জস্যপূর্ণ হওয়াকে বিক্রি কমার জন্য দায়ী করা হয়। দশক পূর্তি উপলক্ষে আইফোনের বিশেষ সংস্করণের নকশা ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে।