হাওর বার্তা ডেস্কঃ উত্তর কোরিয়ার সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। থাইল্যান্ডের চুনবুরিতে সোমবার অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ৯ গোল হজম করতে হয়েছে কৃষ্ণাদের! প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি তারা।
শুরু থেকেই কৃষ্ণা-সানজিদা-আঁখিদের শরীরী ভাষায় ছিল না লড়াইয়ের ছাপ। বেশিক্ষণ তাই আটকানো যায়নি উত্তর কোরিয়াকে।
গোলবন্যার শুরু পঞ্চম মিনিটে। কর্নার থেকে কিম কিয়ং ইয়ংয়ের হেড ঠিকানা খুঁজে পায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় গোলরক্ষকের ভুলে। ইউ সন গুমের ক্রস রুকসানার গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যাওয়ার পর কিম কিয়ং ইয়ং সুযোগটি কাজে লাগান।
অবশেষে প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে যায় কোরিয়া। এরপর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে ৫ বার বল পাঠিয়েছে কোরিয়ার মেয়েরা।
টুর্নামেন্টে সানজিদাদের তিন প্রতিপক্ষ হলো উত্তর কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া! প্রতিটি দলের সাথেই বাংলাদেশের শক্তির ফারাক আকাশ পাতাল। সুতরাং এই টুর্নামেন্টে এখন ভালো খেলাই লক্ষ্য গোলাম রব্বানী ছোটনের ছাত্রীদের। আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের মেয়েরা জাপানের বিপক্ষে মাঠে নামবে।