ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এ যেন বাংলাদেশের বিশ্বকাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ পর্যটকদের তীর্থস্থান থাইল্যান্ড। পাতায়, বেনসিনের সমুদ্র সৈকত দেখতে সারা দুনিয়ার ভ্রমণ পিপাসু মানুষদের আগাগোনায় সব সময় মুখরিত থাকে দেশটি। বাদ যান না বাংলাদেশের পর্যটকরা। এদেশের রাস্তাঘাটে ঘুরলেই দেখা মেলে বাংলাদেশ থেকে আসা অগণিত ভ্রমণ পিপাসুদের। বেশকিছু বাঙ্গালী চাকরিজীবী, ব্যবসায়ীও ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশটির আনাচে কানাচে। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে আজ চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে এসব বাঙ্গালীদের চুনবুরি স্টেডিয়ামে দেখতে চান বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। এদের পাশাপাশি উত্তর কোরিয়ার বিপক্ষে ময়দানি লড়াইয়ে সামিল হওয়ার আগে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তারা। র‌্যাঙ্কিং ১০৬ নাম্বারে থাকা বাংলাদেশের সঙ্গে শীর্ষ দলে থাকা উত্তর কোরিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
বেনসিন বিচ থেকে একশ’ গজ দুরত্বে কৃষ্ণাদের অবস্থান। বেনসিন হ্যারিটেজ নামক হোটেলে থাকছে প্রতিপক্ষ উত্তর কোরিয়াও। কিন্তু ভাষাগত সমস্যার কারণে প্রতিপক্ষের সঙ্গে হাই-হ্যালো টুকুও হয়নি কৃষ্ণা-সানজিদাদের। এসবের চেয়ে আজকের ম্যাচ নিয়ে বেশি রোমাঞ্চিত বাংলাদেশের মেয়েরা। আগামী বছরের অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের বাছাইপর্বও এটা। এই টুর্নামেন্টের সেরা তিনটি দল সুযোগ পাবে উরুগুয়ের অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে। বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়াটা বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার। তবে থাইল্যান্ডের আসরকে নিজেদের ‘বিশ্বকাপ’ হিসেবে দেখছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। ‘সবাই বলাবলি করছে এই টুর্নামেন্টে প্রথম তিন দলের মধ্যে থাকলে বিশ্বকাপ নিশ্চিত হবে। স্বপ্ন আমিও দেখি। আমার মেয়েরাও দেখে। তবে বাস্তবতা হলো, আমাদের দেশের জন্য থাইল্যান্ডের আসরটাই যে ‘বিশ্বকাপ’।
উত্তর কোরিয়ার বিপক্ষে এ ম্যাচে জয়, পরাজয় ও ড্র নির্দিষ্ট করে কিছু বলতে চান না ছোটন। ‘দল যে টানা এক বছরের অনুশীলন করেছে, সেটা দেখানোর সময় এটা’- যোগ করেন তিনি। এসবের পাশাপাশি  দক্ষিণ কোরিয়া ও জাপান যে লেভেলের দল, তার চিন্তা করে বাজে কিছুর জন্যও দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছেন নারী ফুটবল দলের এই কোচ। এদিকে বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা ছাড়াই মাঠে নামবে উত্তর কোরিয়া, এমনটাই দাবি দলটির কোচ সং সুয়ং গংয়ের। তার মতে বাংলাদেশ এই ম্যাচ থেকে পয়েন্ট নিলে সেটা অঘটনই হবে। একই হোটেলে থাকলেও ভাষাগত সমস্যার জন্য বাংলাদেশ দলের খেলোয়াড় বা কোচদের সঙ্গে তেমন কথা হয়নি তাদের।
বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা রানী ভয়কে জয় করার সংকল্প নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। দেশবাসীর কাছে দোয়া চাইছি। ওদের সঙ্গে সমান তালে খেলার চেষ্টা করবো। আমাদের স্বপ্ন আছে ভালো কিছু করতে চাই।
শিলিগুড়িতে অনুষ্ঠিত বড় টুর্নামেন্টে তাক লাগানো মৌসুমি শিরিনধরন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন শেষে বলেন, যাদের বিপক্ষে খেলবো তাদের বিপক্ষে খেলা মানে বিশ্বকাপ খেলা। এটা মাথায় নিয়ে আজ আমরা মাঠে নামবো। থাইল্যান্ডের পরিবেশ নিয়ে মৌসুমী বলেন, আমরা এতদিন টার্ফের মাঠে অনুশীলন করেছি। গতকাল (পরশু) অনেক দিন পর ঘাসের মাঠে অনুশীলন করলাম। সকালে একটু কষ্ট হয়েছিল আবহাওয়ায়। তবে বিকালের দিকে সেটা মানিয়ে গেছে আমাদের সঙ্গে। আমাদের দেশের মতোই আবহাওয়া এখানে। প্রতিপক্ষ নিয়ে এই ফরোয়ার্ড বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলে ধারণা পেয়েছি। রানিংয়ে তহুরা ৩১০০ করেছে। এটা আন্তর্জাতিক মানের। আমার পক্ষে যতটুকু দেয়ার ততটুকু দেবো। হারি জিতি বড় কথা না ভালো খেলতে হবে।
যেভাবে চূড়ান্ত পর্বে বাংলাদেশ

গত বছরের সেপ্টেম্বরের বাছাইপর্বে বেশ দাপট দেখিয়েই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে হারিয়েছে  ইরান, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও কিরগিজস্তানের মতো দেশকে। ইরানকে ৩-০ গোলে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়া মেয়েরা কিরগিজদের হারিয়েছিল ১০-০ গোলের সুবিশাল ব্যবধানে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গনে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড কোনো পর্যায়ে কোনো দলেরই নেই। পাঁচ ম্যাচে সব মিলিয়ে ২ গোল হজমের বিপরীতে ২৬ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এ যেন বাংলাদেশের বিশ্বকাপ

আপডেট টাইম : ১২:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ পর্যটকদের তীর্থস্থান থাইল্যান্ড। পাতায়, বেনসিনের সমুদ্র সৈকত দেখতে সারা দুনিয়ার ভ্রমণ পিপাসু মানুষদের আগাগোনায় সব সময় মুখরিত থাকে দেশটি। বাদ যান না বাংলাদেশের পর্যটকরা। এদেশের রাস্তাঘাটে ঘুরলেই দেখা মেলে বাংলাদেশ থেকে আসা অগণিত ভ্রমণ পিপাসুদের। বেশকিছু বাঙ্গালী চাকরিজীবী, ব্যবসায়ীও ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশটির আনাচে কানাচে। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে আজ চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে এসব বাঙ্গালীদের চুনবুরি স্টেডিয়ামে দেখতে চান বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। এদের পাশাপাশি উত্তর কোরিয়ার বিপক্ষে ময়দানি লড়াইয়ে সামিল হওয়ার আগে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তারা। র‌্যাঙ্কিং ১০৬ নাম্বারে থাকা বাংলাদেশের সঙ্গে শীর্ষ দলে থাকা উত্তর কোরিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
বেনসিন বিচ থেকে একশ’ গজ দুরত্বে কৃষ্ণাদের অবস্থান। বেনসিন হ্যারিটেজ নামক হোটেলে থাকছে প্রতিপক্ষ উত্তর কোরিয়াও। কিন্তু ভাষাগত সমস্যার কারণে প্রতিপক্ষের সঙ্গে হাই-হ্যালো টুকুও হয়নি কৃষ্ণা-সানজিদাদের। এসবের চেয়ে আজকের ম্যাচ নিয়ে বেশি রোমাঞ্চিত বাংলাদেশের মেয়েরা। আগামী বছরের অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের বাছাইপর্বও এটা। এই টুর্নামেন্টের সেরা তিনটি দল সুযোগ পাবে উরুগুয়ের অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে। বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়াটা বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার। তবে থাইল্যান্ডের আসরকে নিজেদের ‘বিশ্বকাপ’ হিসেবে দেখছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। ‘সবাই বলাবলি করছে এই টুর্নামেন্টে প্রথম তিন দলের মধ্যে থাকলে বিশ্বকাপ নিশ্চিত হবে। স্বপ্ন আমিও দেখি। আমার মেয়েরাও দেখে। তবে বাস্তবতা হলো, আমাদের দেশের জন্য থাইল্যান্ডের আসরটাই যে ‘বিশ্বকাপ’।
উত্তর কোরিয়ার বিপক্ষে এ ম্যাচে জয়, পরাজয় ও ড্র নির্দিষ্ট করে কিছু বলতে চান না ছোটন। ‘দল যে টানা এক বছরের অনুশীলন করেছে, সেটা দেখানোর সময় এটা’- যোগ করেন তিনি। এসবের পাশাপাশি  দক্ষিণ কোরিয়া ও জাপান যে লেভেলের দল, তার চিন্তা করে বাজে কিছুর জন্যও দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেছেন নারী ফুটবল দলের এই কোচ। এদিকে বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা ছাড়াই মাঠে নামবে উত্তর কোরিয়া, এমনটাই দাবি দলটির কোচ সং সুয়ং গংয়ের। তার মতে বাংলাদেশ এই ম্যাচ থেকে পয়েন্ট নিলে সেটা অঘটনই হবে। একই হোটেলে থাকলেও ভাষাগত সমস্যার জন্য বাংলাদেশ দলের খেলোয়াড় বা কোচদের সঙ্গে তেমন কথা হয়নি তাদের।
বাংলাদেশ দলের অধিনায়ক কৃষ্ণা রানী ভয়কে জয় করার সংকল্প নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। দেশবাসীর কাছে দোয়া চাইছি। ওদের সঙ্গে সমান তালে খেলার চেষ্টা করবো। আমাদের স্বপ্ন আছে ভালো কিছু করতে চাই।
শিলিগুড়িতে অনুষ্ঠিত বড় টুর্নামেন্টে তাক লাগানো মৌসুমি শিরিনধরন ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন শেষে বলেন, যাদের বিপক্ষে খেলবো তাদের বিপক্ষে খেলা মানে বিশ্বকাপ খেলা। এটা মাথায় নিয়ে আজ আমরা মাঠে নামবো। থাইল্যান্ডের পরিবেশ নিয়ে মৌসুমী বলেন, আমরা এতদিন টার্ফের মাঠে অনুশীলন করেছি। গতকাল (পরশু) অনেক দিন পর ঘাসের মাঠে অনুশীলন করলাম। সকালে একটু কষ্ট হয়েছিল আবহাওয়ায়। তবে বিকালের দিকে সেটা মানিয়ে গেছে আমাদের সঙ্গে। আমাদের দেশের মতোই আবহাওয়া এখানে। প্রতিপক্ষ নিয়ে এই ফরোয়ার্ড বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলে ধারণা পেয়েছি। রানিংয়ে তহুরা ৩১০০ করেছে। এটা আন্তর্জাতিক মানের। আমার পক্ষে যতটুকু দেয়ার ততটুকু দেবো। হারি জিতি বড় কথা না ভালো খেলতে হবে।
যেভাবে চূড়ান্ত পর্বে বাংলাদেশ

গত বছরের সেপ্টেম্বরের বাছাইপর্বে বেশ দাপট দেখিয়েই চূড়ান্ত পর্ব নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে হারিয়েছে  ইরান, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও কিরগিজস্তানের মতো দেশকে। ইরানকে ৩-০ গোলে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়া মেয়েরা কিরগিজদের হারিয়েছিল ১০-০ গোলের সুবিশাল ব্যবধানে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গনে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড কোনো পর্যায়ে কোনো দলেরই নেই। পাঁচ ম্যাচে সব মিলিয়ে ২ গোল হজমের বিপরীতে ২৬ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল বাংলাদেশের মেয়েরা।