হাওর বার্তা ডেস্কঃ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবারের এই ভূমিকম্পকে দেশটিতে শতাব্দীর শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিত জরিপ বিভাগ জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৮.১। তবে ভূমিকম্পের মাত্রা ৮.২ ছিলে বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট। মেক্সিকোর চিয়াপাস প্রদেশের ট্রেস পিকোস শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সমুদ্রে এই ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
এদিকে এই ভূমিকম্পের পর মেক্সিকো এবং আরও কিছু দেশের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ভূমিকম্পের পর তিন মিটার উঁচু পর্যন্ত সামূদ্রিক ঢেউ আঘাত হানতে পারে।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলেছে, এই ভূমিকম্পের প্রভাবে সমূদ্রের স্বাভাবিক জোয়ারের চাইতে তিন মিটার উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। মেক্সিকোর চিয়াপাস রাজ্যে সুনামির আশঙ্কায় লোকজনকে উপকূল থেকে সরিয়ে নেয়া হচ্ছে।