হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর দারুস সালামের জঙ্গি আস্তানা ‘কোমল প্রভার’ ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে বিস্ফোরক তৈরির খোলসসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার দারুস সালামের কোমল প্রভার সামনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।
কমান্ডার মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে ‘হাউজ রেলক্লিনিং’ অভিযানের প্রক্রিয়া চলছে। বিকেলের মধ্যে আমরা এই অভিযান শেষ করতে পারব বলে আশা করছি। ওই ফ্ল্যাট থেকে বেশ কিছু ধ্বংসাত্মক বোমা তৈরির খোলস (ড্রামের মধ্যে রেখে যা তৈরি হয়) উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অনেক দাহ্য পদার্থ ও বোমার তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। ষষ্ঠ তলার ফ্ল্যাটে নতুন ২৩টি ফ্রিজ খোলার কাজ সতর্কতার সঙ্গে চলছে। সেখানে বিভিন্ন সাইজের বোতলের মধ্যে যে ধরনের কেমিক্যাল রয়েছে তা পরীক্ষা করা হবে।
এ ছাড়া ভবনের নিচের ফ্ল্যাটগুলোতে র্যাব তল্লাশি চালাবে বলে জানিয়েছেন মাহমুদ খান। তিনি বলেন, ভবনটি সম্পূর্ণভাবে বোমা মুক্ত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া গেলে অন্যান্য ফ্লাটের বাসিন্দাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে। তবে এর আগে ভবনটি ঝুঁকিমুক্ত ও নিরাপদ করার কাজ করা হচ্ছে।