আর মাত্র কয়েকদিন বাদে ঈদুল আজহা। কিন্তু কিশোরগঞ্জের হাওরের ইটনায় আগাম বন্যায় ফঁসলি জমি তলিয়ে গিয়ে কৃষকদের ব্যাপক ক্ষতি হওয়ায় কোরবানির পশুরহাট জমে ওঠেলেও ক্রেতারা আসছেন-দেখছেন কিন্তু কিনছেন কম।
পর্যাপ্ত গরু হাটে এলেও দাম কমবে এ অপেক্ষায় রয়েছেন অনেক ক্রেতা। অপরদিকে বেশি দামের আশায় পশু বিক্রি আকরছেন না বেপারিরা।
সরেজমিনে গিয়ে দেখাযায় হাটে ছোট গরু থেকে শুরু করে বিশাল বিশাল আকারের গরুও রয়েছে। কিন্তু গরুর তুলনায় ক্রেতা নেই বললেও চলে।
আলাপকালে মজলু মিয়া আমাদের প্রতিনিধিকে জানান সেই সকাল থেকে গরুর হাটে কাটফাটা রুদে দাঁড়িয়ে আছি, বাজার মন্দা তাই কোন ক্রেতাই বিক্রয়মূল্য বলছেনা, তবে বিক্রিয় করার আশায় আছি বাকিটা আল্লাহর উপর।
ইটনা হাট পরিচালনা কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়ীরা এবং ক্রেতারা যেন ভালোভাবে কোরবানির পশু কেনা-বেচা করতে পারে তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইটনা হাট কমিটির ইজারাদার দুলাল মিয়া আমাদের প্রতিনিধিকে বলেন, আমাদের হাটে আসা সকল ক্রেতা বিক্রেতাদের সুযোগ সুবিধা দেখে থাকি। তাদের কোনো অসুবিধা হলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।