হাওর বার্তা ডেস্কঃ পরাজিত শক্তি বার বার আঘাত হানছে । ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ও এবার ১৫ আগস্ট বোমা হামলার পরিকল্পনা ফাঁস হওয়ার ঘটনা তারই অংশ। এসব ষড়যন্ত্রকারীদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজিত আলোচনা সভা গণসঙ্গীত অনুষ্ঠানে কথাগুলো বলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। তিনিই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে। যে কোন মূল্যে অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যাকে আবার ক্ষমতায় আনার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা কেন্দ্র পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের কর্মসূচীর অংশ হিসেবে তেজগাঁও মহিলা কলেজে আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে শাখা কমিটি গঠন করার ঘোষনাও দেন তিনি।
অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মিলন ও কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ রহমান। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বিপ্লব অনুষ্ঠানটি সঞ্চালন করেন।