হাওর বার্তা ডেস্কঃ নিজে ফুল বিক্রি করে অর্থ আয় করে সুমাইয়া। সেই অর্থ মায়ের হাতে তুলে দেয় সে। তা দিয়ে মা তার সংসার চালানোর চেষ্টা করেন। তিনি নিজের আয় আর মেয়ের আয় দিয়ে কোনোমতে সংসার চালানোর চেষ্টা করেন।
সুমাইয়া একজন পথশিশু। এ সময় তার স্কুলে যাওয়ার কথা। কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করে।
দেশে বন্যা চলছে তা জেনেছে সুমাইয়া। মঙ্গলবার যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফুল বিক্রি করছিল, তখন ‘সেভ দ্য ফিউচার ঢাকা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের সাহায্যে অর্থ তুলছিল। সে সময়ই পথশিশু সুমাইয়া নিজের ফুল বিক্রি করে যত টাকা পেয়েছিল, তা তাদের দান করে দেয়। নিজের কষ্টার্জিত টাকা বন্যার্তদের দান করে খুব খুশি সুমাইয়া। এই সময় সে নিজে অন্যদের উৎসাহিত করতে নিজের ছবি তোলারও অনুমতি দেয়।
তার এই ত্যাগকে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। সুমাইয়ার দান করা অর্থ খুব বেশি নয়, কিন্তু তার ইচ্ছা ও আন্তরিকতা সবাইকে মুগ্ধ করে।
এই সুমাইয়াকে টিএসসি এলাকায় দেখতে পাওয়া যায়।