হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ বলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ইস্যু করা হয়েছে রুল।
বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ এবং এই রুল জারি করে।
ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন।
সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের বলেন, ‘রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।’
মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও তার দল আওয়ামী লীগ খুনির দল।’ এ বক্তব্যটি পরেরদিন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।
মামলায় আরও বলা হয়, মির্জা ফখরুল বলেছেন, খুনি আওয়ামী লীগের সভানেত্রী নিজে। তার দল খুনির দল। শত শত তরুণ যুবকের রক্তে তার হাত রঞ্জিত। আওয়ামী লীগ সরকার ও পাক হানাদার বাহিনীর মধ্যে কোনও পার্থক্য নেই।
এ বক্তব্যের পর ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এসএম নূর-ই-আলম সিদ্দিক হয়ে ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে মানহানির মামলা করেন।
এ মামলায় চলতি বছরের ৯ জুলাই অভিযোগ গঠন করে আদালত। এরপর মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন মির্জা ফখরুল।