হাওর বার্তা ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রেফারীকে ধাক্কা দেবার অপরাধে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তারকা এই স্ট্রাইকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মাদ্রিদের করা ফাইনাল আপিল স্প্যানিশ এডমিনিস্ট্রেটিভ স্পোর্টস কোর্ট (টিএডি) মঙ্গলবার বাতিল করে দিয়েছে। টিএডি এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচটিতে রোনালদো দ্বিতীয় হলুদ কার্ড পাবার পরে রেফারীকে ধাক্কা দেন। বিষয়টি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিবেচনায় ‘নিপীড়ন’ হিসেবে বিবেচিত হয়েছে। ক্যারিয়ারের ১০ম লাল কার্ড পাবার কারণে এমনিতেই পর্তুগীজ অধিনায়ক এক ম্যাচ নিষিদ্ধ হতেন। কিন্তু রেফারীকে ধাক্কা দেবার অপরাধে তাকে আরো চার ম্যাচ নিষিদ্ধ করা হয়। গত সপ্তাহে ইন্সটাগ্রামে রোনালদো লিখেছিলেন, ‘৫ ম্যাচ, পরিস্থিতি মেনে নেয়া অসম্ভব।’
ইতোমধ্যেই রোনালদো নিষেধাজ্ঞার দুই ম্যাচ কাটিয়ে উঠেছেন। রোনালদো বিহীন মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ২-০ গোলে পরাজিত করেছে ও ডিপোর্তিভো লা করুণার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে লা লিগা মিশন শুরু করেছে। লীগে ভ্যালেন্সিয়া ও লেভান্তের বিপক্ষে হোম ম্যাচে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও রোনালদোকে পাচ্ছেনা বর্তমান চ্যাম্পিয়নরা।