হাওর বার্তা ডেস্কঃ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ‘রিসার্স মেথড ও থিসিস রাইটিং’ এর ওপর শনিবার কর্মশালা হয়েছে।
সকালে কর্মশালার উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।
কর্মশালায় মূল বক্তা ছিলেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস এর সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার রাশিদুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত কর্মশালার আহ্বায়ক প্রফেসর ড. কাজী শাহাদাৎ কবীর। কর্মশালায় অংগ্রহণকারীরা ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি কর্মকর্তারা।