ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর আশা ছাড়ছেন না জিদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • ৪২১ বার

হাওর বার্তা ডেস্কঃ রিয়াল কোচ জিনেদিন ক্ষুব্ধ, ক্যাম্প ন্যু-তে প্রথম পর্বে তাঁর অন্যতম সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেন পাঁচ ম্যাচ নির্বাসন দেওয়া হল তা নিয়ে। বদলি হিসেবে নেমে গোল করলেও রেফারি রিকার্ডো দে বুর্গোস বেনগোয়েতজাকে ধাক্কা দেওয়ায়  নির্বাসনের এই শাস্তি পেয়েছেন সিআর সেভেন। গোলের পরে প্রথমে জার্সি খুলে ফেলে প্রথম হলুদ কার্ড দেখেন। তার পর বক্সে ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ার সময়ই রেফারিকে কনুই দিয়ে ধাক্কা মেরে যান তিনি।

এ দিন সে প্রসঙ্গেই জিদান প্রচারমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগরে দিতে গিয়ে বলেন,‘আমি সত্যিই রেগে গিয়েছি ওই ঘটনায়। মাঠের ভিতর ওই মুহূর্তে কী হয়েছিল তা আপনারা সকলেই দেখেছেন। কিন্তু তার জন্য ক্রিশ্চিয়ানোকে যে পাঁচ ম্যাচ নির্বাসিত করা হবে তা ধারণার বাইরে ছিল। আমার তো মনে হয় গুরু দণ্ডই দেওয়া হয়ে গেল ক্রিশ্চিয়ানোকে।’

জিদানের কাছে জানতে চাওয়া হয়েছিল, লা লিগার শুরুতেই রিয়ালকে বেকায়দায় ফেলতেই কি এই পাঁচ ম্যাচের নির্বাসন? এ প্রসঙ্গে জিদানের রক্ষণাত্মক উত্তর, ‘আমি তা জানি না। মনেও করি না। তবে এ ব্যাপারে একটা কথাই বলা যায়, সব দিক বিবেচনা করেই হয়তো শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এতে আমার রাতের ঘুমটাই ছুটেছে। কারণ শাস্তিটা পাঁচ ম্যাচের।’

তবে বুধবার রাতে রোনালদোকে হোম ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী জিদান। বলছেন, ‘আপিল কমিটির কাছে আবেদন করেছি আমরা। বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করে থাকব ঘরের মাঠে ক্রিশ্চিয়ানোর খেলার ব্যাপারে। কারণ বুধবার সকালে ক্রিশ্চিয়ানোর বিষয়টি নিয়ে বৈঠকে বসবে আপিল কমিটি। তার পরেই বার্সেলোনার বিরুদ্ধে প্রথম দল বাছতে বসবো।’

সঙ্গে রিয়াল কোচ এটাও বলে দিয়েছেন, ‘এটা গোটা বিশ্ব জানে ক্রিশ্চিয়ানো আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কাজেই পাঁচ ম্যাচ ওকে না পাওয়া গেলে আমাদের সমস্যা বাড়বে। তাই শাস্তি কমানোর আবেদন করা হয়েছে। আশা করি, দ্রুত শাস্তির ফাঁড়া কাটিয়ে ও দলের সঙ্গে যোগ দেবে।’

এ দিকে, যাঁকে নিয়ে এই বিতর্ক, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এ দিনই অনুশীলনে নেমে পড়লেন। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, পাঁচ ম্যাচের শাস্তি বহাল থাকলে লা লিগায় প্রথম মাসের পর ফিট ও তরতাজা হয়েই নামতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রোনালদোর আশা ছাড়ছেন না জিদান

আপডেট টাইম : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ রিয়াল কোচ জিনেদিন ক্ষুব্ধ, ক্যাম্প ন্যু-তে প্রথম পর্বে তাঁর অন্যতম সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেন পাঁচ ম্যাচ নির্বাসন দেওয়া হল তা নিয়ে। বদলি হিসেবে নেমে গোল করলেও রেফারি রিকার্ডো দে বুর্গোস বেনগোয়েতজাকে ধাক্কা দেওয়ায়  নির্বাসনের এই শাস্তি পেয়েছেন সিআর সেভেন। গোলের পরে প্রথমে জার্সি খুলে ফেলে প্রথম হলুদ কার্ড দেখেন। তার পর বক্সে ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ার সময়ই রেফারিকে কনুই দিয়ে ধাক্কা মেরে যান তিনি।

এ দিন সে প্রসঙ্গেই জিদান প্রচারমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগরে দিতে গিয়ে বলেন,‘আমি সত্যিই রেগে গিয়েছি ওই ঘটনায়। মাঠের ভিতর ওই মুহূর্তে কী হয়েছিল তা আপনারা সকলেই দেখেছেন। কিন্তু তার জন্য ক্রিশ্চিয়ানোকে যে পাঁচ ম্যাচ নির্বাসিত করা হবে তা ধারণার বাইরে ছিল। আমার তো মনে হয় গুরু দণ্ডই দেওয়া হয়ে গেল ক্রিশ্চিয়ানোকে।’

জিদানের কাছে জানতে চাওয়া হয়েছিল, লা লিগার শুরুতেই রিয়ালকে বেকায়দায় ফেলতেই কি এই পাঁচ ম্যাচের নির্বাসন? এ প্রসঙ্গে জিদানের রক্ষণাত্মক উত্তর, ‘আমি তা জানি না। মনেও করি না। তবে এ ব্যাপারে একটা কথাই বলা যায়, সব দিক বিবেচনা করেই হয়তো শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এতে আমার রাতের ঘুমটাই ছুটেছে। কারণ শাস্তিটা পাঁচ ম্যাচের।’

তবে বুধবার রাতে রোনালদোকে হোম ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী জিদান। বলছেন, ‘আপিল কমিটির কাছে আবেদন করেছি আমরা। বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করে থাকব ঘরের মাঠে ক্রিশ্চিয়ানোর খেলার ব্যাপারে। কারণ বুধবার সকালে ক্রিশ্চিয়ানোর বিষয়টি নিয়ে বৈঠকে বসবে আপিল কমিটি। তার পরেই বার্সেলোনার বিরুদ্ধে প্রথম দল বাছতে বসবো।’

সঙ্গে রিয়াল কোচ এটাও বলে দিয়েছেন, ‘এটা গোটা বিশ্ব জানে ক্রিশ্চিয়ানো আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কাজেই পাঁচ ম্যাচ ওকে না পাওয়া গেলে আমাদের সমস্যা বাড়বে। তাই শাস্তি কমানোর আবেদন করা হয়েছে। আশা করি, দ্রুত শাস্তির ফাঁড়া কাটিয়ে ও দলের সঙ্গে যোগ দেবে।’

এ দিকে, যাঁকে নিয়ে এই বিতর্ক, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এ দিনই অনুশীলনে নেমে পড়লেন। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, পাঁচ ম্যাচের শাস্তি বহাল থাকলে লা লিগায় প্রথম মাসের পর ফিট ও তরতাজা হয়েই নামতে পারবেন।