সব দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা

হাওর বার্তা ডেস্কঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চেয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা। গণমাধ্যম প্রতিনিধিরা নির্বাচনকে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসির সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের উপরও জোর দেন।

বুধবার (১৬ আগষ্ট) নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ইসির সঙ্গে প্রথম দিনের সংলাপে এই মত দিয়েছেন সাংবাদিকরা। নির্বাচন কমিশন কার্যালয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ভারতের নির্বাচন কমিশনের তুলনায় আইনগত দিক থেকে আমাদের কমিশন অনেক বেশি শক্তিশালী। আমরা বলেছি, আপনারা শুধু মেরুদণ্ড সোজা করলেই হবে না। আপনাদের প্রকৃত ভূমিকা পালন করতে হবে। সাংবিধানিকভাবে আপনাদের যে ক্ষমতা আছে সেটির প্রয়োগ করে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যেহেতু কমিশন নির্বাচন আয়োজক সংস্থা সেহেতু সবার অংশগ্রহণের জন্য যে প্রক্রিয়া দরকার তাই করতে হবে।’

তিনি আরো বলেন, সকল দলের অংশগ্রহণে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় তার ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। সিভিল সোসাইটির ভূমিকাসহ কীভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় তার ব্যবস্থা করতে হবে কমিশনকে।

নঈম নিজাম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন যদি মনে করে সেনাবাহিনী প্রয়োজন তাহলে অবশ্যই সেনাবাহিনী ব্যবহার করবে।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বলেন, নির্বাচন চলাকালীন যেসব সংস্থা প্রত্যক্ষ-পরোক্ষ কাজ করে তাদের ভূমিকাটা কেমন হবে তা আমরা জানতে চেয়েছিলাম। এসব সংস্থাকে বলিষ্ঠভাবে আপনারা (ইসি) নিয়ন্ত্রণ করেন যেন জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

নির্বাচনে কালো টাকা ব্যবহার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘কমিশন নির্বাচনী ব্যয় বেঁধে দিলেও প্রার্থীরা তা মানেন না। কালো টাকা ব্যবহার রোধে ইসিকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর