হাওর বার্তা ডেস্কঃ দেশের ৩০টি নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এদিকে ৫৬ নদীর পানি বৃদ্ধি পেলেও ৩২টি নদীর পানি কমেছে। আজ মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যমুনা কাজিপুর পয়েন্টে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এছাড়া বাহাদুরাবাদে ১৫ সেন্টিমিটার বেড়ে ১৩৩, সিরাজগঞ্জে ৩২ সেন্টিমিটার বেড়ে ১২৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। বদরগঞ্জ যমুনেশ্বরী পয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৪২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি ৩৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
নদ-নদীর পরিস্থিতি নিয়ে এতে বলা হয়েছে, ব্রক্ষ্মপুত্র যমুনা এবং গঙ্গা-পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে।