ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুর নগরে জাহাঙ্গীরের ১৩০ গরুর গণভোজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এবারও চমক দেখালেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে গণভোজের জন্য গাজীপুর মহানগরীতে ১৩০টি গরু বিতরণ করেন এই নেতা। নগরীর ৫৭টি ওয়ার্ড ও ৯টি সাংগঠনিক থানা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বার অ্যাসোসিয়েশন এবং নগরীর প্রধান প্রধান এতিমখানা ও মাদরাসায় গরুগুলো বিতরণ করা হয়।   সোমবার অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান জানান, জাহাঙ্গীর আলম প্রথম ২০১৫ সালে জাতীয় শোক দিবসে শতাধিক গরু বিতরণ করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেন। গত বছরও তিনি ১২০টি গরু বিতরণ করেছেন। শুধু গরু নয়, চাল-ডাল, মসলাসহ গণভোজ রান্নার যাবতীয় খরচও দেন তিনি। সবকিছুই করেন ব্যক্তিগত তহবিল থেকে। প্রতি বছর তিনি নিজে দেশের বিভিন্ন বাজার ঘুরে বাজারের সেরা গরুগুলো বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর জন্য কেনেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। মাথা উঁচু করে বাঁচার সম্মান দিয়েছেন।

তিনি জাতির জনক। অনেক সময় শোক দিবস পালনের নামে কেউ কেউ চাঁদাবাজি করে তাঁকে অসম্মান করেন। এটি তাঁকে কষ্ট দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গাজীপুর নগরে জাহাঙ্গীরের ১৩০ গরুর গণভোজ

আপডেট টাইম : ০৭:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ এবারও চমক দেখালেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে গণভোজের জন্য গাজীপুর মহানগরীতে ১৩০টি গরু বিতরণ করেন এই নেতা। নগরীর ৫৭টি ওয়ার্ড ও ৯টি সাংগঠনিক থানা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বার অ্যাসোসিয়েশন এবং নগরীর প্রধান প্রধান এতিমখানা ও মাদরাসায় গরুগুলো বিতরণ করা হয়।   সোমবার অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান জানান, জাহাঙ্গীর আলম প্রথম ২০১৫ সালে জাতীয় শোক দিবসে শতাধিক গরু বিতরণ করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেন। গত বছরও তিনি ১২০টি গরু বিতরণ করেছেন। শুধু গরু নয়, চাল-ডাল, মসলাসহ গণভোজ রান্নার যাবতীয় খরচও দেন তিনি। সবকিছুই করেন ব্যক্তিগত তহবিল থেকে। প্রতি বছর তিনি নিজে দেশের বিভিন্ন বাজার ঘুরে বাজারের সেরা গরুগুলো বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর জন্য কেনেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। মাথা উঁচু করে বাঁচার সম্মান দিয়েছেন।

তিনি জাতির জনক। অনেক সময় শোক দিবস পালনের নামে কেউ কেউ চাঁদাবাজি করে তাঁকে অসম্মান করেন। এটি তাঁকে কষ্ট দেয়।