হাওর বার্তা ডেস্কঃ অভিষেক ম্যাচেই গোল করে প্যারিস মাতাতে শুরু করলেন নেইমার। রবিবার লিগা ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে গুইনগাম্পের বিরুদ্ধে পিএসজি-এর জার্সি গায়ে প্রথম গোলটি করেন তিনি। নেইমারের গোলের সুবাদে এ দিন গুইনগাম্পকে ৩-০ গোলে হারায় প্যারিস সেইন্ট জার্মেই।
এই নিয়ে লিগা ওয়ানে পর পর দুটি ম্যাচ জিতল উনাই এমেরির দল। প্রথম ম্যাচে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট না আসার ফলে মাঠে নামতে পারেননি নেইমার। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মাঠে নেমে তিনি বুঝিয়ে দিলেন, পিএসজি-র জার্সি গায়ে ফুল ফোটাতে তিনি প্রস্তুত। রবিবারের ম্যাচে গুইনগাম্পের কফিনে শেষ পেরেকটি পোঁতেন নেইমার। ৮২ মিনিটে কাভানির পাস থেকে গোল করেন প্রাক্তন এই বার্সা তারকা। নেইমারের গোলটি ছাড়া বাকি দু’টি গোলের মধ্যে একটি আত্মঘাতী এবং একটি গোল করেন কাভানি।
এ দিন ম্যাচের শেষে নেমার বলেন, ‘লোকে মনে করে বার্সা ছাড়া মানে মরণের সামিল। কিন্তু, আমার কাছে বার্সা ছাড়ার মানে ঠিক এর বিপরীত।’ তিনি আরও বলেন, ‘শুধু দেশ, শহর, দলেরই পরিবর্তন হয়েছে। ফুটবলটা কিন্তু একই আছে। আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত আমি। আমার খেলায় আমি নিজে খুশি।