হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর হাওর বার্তাকে বলেন, প্রশাসনিক কারণ দেখিয়ে শনিবার দুপুরে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ সুপারের নির্দেশে ওসি মো. আব্দুল মোতালেব মিয়াকে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।