হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে গণসংযোগে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের চেষ্টা করছেন। রবিবার পাকুন্দিয়ার বিভিন্ন এলাকায়
তিনি গণসংযোগ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের তাকে বরণ করে নিতে দেখা যায়।
এ সময় তার সাথে পাকুন্দিয়ার বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন ও জালাল উদ্দিন বাচ্চু, বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুদ্দিন মৃধা, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল মিয়া, যুবলীগ নেতা বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোকের মাস আগস্টের পুরোটা সময়ই কটিয়াদী ও পাকুন্দিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন বলে জানিয়েছেন নূর মোহাম্মদ।