উচ্চ আদালতের রায়ে অসন্তুষ্ট বিশ্বজিৎ পরিবার

হাওর বার্তা ডেস্কঃ  পুরান ঢাকায় দরজি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ে তার পরিবার সন্তুষ্ট হলেও পরে উচ্চ আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, উচ্চ আদালতের রায়ে তারা বিচার পাননি। রোববার বিকেলে হাইকোর্টে রায় ঘোষণার পর বিশ্বজিতের বাবা অনন্ত চন্দ্র দাস এ অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘নিম্ন আদালতে ৮ জনের ফাঁসির রায় হলেও উচ্চ আদালতে আটজনের ফাঁসি থেকে দুইজনের ফাঁসি বহাল রাখা হয়েছে। এতে আশাহত হয়েছি আমরা।’ তিনি আরও বলেন, ‘প্রকাশ্যে দিবালোকে আমার ছেলেকে হত্যা করা হল। এটাই সবচেয়ে বড় প্রমাণ। আমরা উচ্চ আদালতের এই রায়ে আশাহত। বিচার পাওয়া নিয়েও শঙ্কায় আছি। উচ্চ আদালতে আমরা বিচার পাইনি। সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি আমরা।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর