হাওর বার্ত ডেস্কঃ বর্তমান সরকারের ভিশন ২০২১ এবং ২০৪১ উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘এ ভিশন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’
রোববার (৬ আগস্ট) রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে ‘৬৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মানুষের জানার শেষ নেই উল্লেখ করে উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং তা কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। তাহলেই দক্ষ অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।’
তিনি বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবচেয়ে বড় গুণ হলো দেশপ্রেম। যদি প্রত্যেকের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা থাকে তবেই আপনারা দেশপ্রেমিক অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।’
বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে অনেকগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীর আর কোনো দেশে এত সামাজিক কর্মসূচি নেই। যে সরকারই ক্ষমতায় থাক না কেন সরকারি কর্মকর্তারা নিজেকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সরকারের এজেন্ডা নিরপেক্ষ ও সঠিকভাবে বাস্তবায়ন করবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. আনোয়ারুল ইসলাম সিকদার। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপিস্থত ছিলেন।
উল্লেখ্য, ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বিসিএস ফরেন সার্ভিস, প্রশাসন, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, নিরীক্ষা ও হিসাব, কৃষিসহ মোট ১৩টি ক্যাডারের ৪৩ জন কর্মকর্তা। এই কোর্সটি ৬ আগস্ট শুরু হয়ে আগামী বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।