হাওর বার্তা ডেস্কঃ নির্দলীয় সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। বতর্মানে দেশে কোনো শান্তি নেই। গুম খুনে পরিণত করেছে এই সরকার।
রোববার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ লেবার পার্টির ‘নির্দলীয় সহায়ক সরকারের অধীনে জাতীয় নিবার্চনের দাবিতে’ নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা চাই নির্বাচন। আর সেই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন যদি সহায়ক সরকারের অধীনে না হয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।
ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।