হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ন্যায় বিচার না পাওয়ার শঙ্কায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম পরিচালনায় ফের আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ রোববার বিচারপতি মো: শওকত হোসেন ও বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। এই আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন গণমাধ্যমকে জানান, বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলামের দ্বৈত বেঞ্চে সোমবার এ সংক্রান্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। বর্তমানে মামলাটি ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন।