হাওর বার্তা ডেস্কঃ ঘটনার পর থেকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, রোববার বেলা ১২টার দিকে উপজেলার বেতিল মোড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – এনায়েতপুরের গোপরেখী পশ্চিমপাড়ার আজিজ মাস্টারের ছেলে আব্দুল বাতেন (৩৪), আজুগাড়া গ্রামের কুদরত আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আলী (২৫) ও মেঘুল্লা গ্রামের সিরাজুল ইসলাম (৩৫)।
ওসি ইসলাম বলেন, সিরাজগঞ্জ থেকে ইফাদ ইমরান পরিবহনের একটি বাস এনায়েতপুর যাচ্ছিল।
“পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানচালকসহ দুইজন মারা যান। অন্য একজন মারা যান হাসপাতালে নেওয়ার পর।”
আহত আরও পাঁচজনকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি ইসলাম।
তিনি বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাংচুর করে সড়ক অবরোধ করে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে।
ঘটনার পর থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান।