হাওর বার্তা ডেস্কঃ বেশ কিছুদিন ধরে চলমান সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক ভাবে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন। আর এ উপলক্ষে রেকর্ড চুক্তির বিনিময়ে দলভূক্ত করা নেইমারের নাম ও নম্বর সম্বলিত ১০ হাজারেরও বেশী জার্সি সমর্থকদের কাছে বিক্রি করেছে পিএসজি।
২৫ বছর বয়সী নেইমার বার্সেলোনা থেকে এবারের ট্রান্সফার উইন্ডোতে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড চুক্তিতে পাঁচ বছরের জন্য পিএসজিতে যোগ দেন। ১০ নম্বর জার্সি পড়েই পিএসজিতে অভিষেক হতে যাচ্ছে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। প্রতিটি জার্সি ১০০ ইউরো হিসেবে প্রথম দিনেই পিএসজি ১০ লাখ ইউরো আয় করে ফেলেছে।
এভাবে যদি সমর্থকরা তাদের প্রিয় তারকার জার্সি কেনার প্রতি আগ্রহ প্রকাশ করে তবে আগামী বছর মার্চের মাঝামাঝিতেই পিএসজি ট্রান্সফার ফি’র প্রায় পুরোটাই উঠিয়ে নিতে পারবে। সীমিত এডিশনের এই জার্সিটি ইতোমধ্যেই পিএসজির দুটো স্টোরেই ব্যপক চাহিদার জন্ম দিয়েছে।