ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নয়াপল্টনে মুন্নুকে বিএনপির শেষ শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ২১১ বার

হাওর বার্তা ডেস্কঃ  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুন্নুর প্রথম নামাজে জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা।

জানাজা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা প্রথমে কফিনটি দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন, পরে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘জনাব হারুনার রশিদ খান মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রির পথিকৃৎ। তিনি তার জেলায় মানিকগঞ্জে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন- বিশেষ করে স্বাস্থ্য সেবার জন্য, যা অনন্য অবদান।’

ফখরুল বলেন, ‘সাধারণ মানুষের সেবার তিনি সারা জীবন কাজ করেছেন। আমরা তার মৃত্যুতে শোকগ্রস্ত। তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা জানি তার এই চলে যাওয়ার শূন্যতা পূরণ হওয়ার নয়।’

এরপর সকাল সোয়া ১০টার দিকে কার্যালয়ের সামনে এই শিল্পপতির নামাজে জানাজা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

এরপর বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই সংসদ সদস্যের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপির কার্যালয়ের সামনে জানাজায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান,  আবদুস সালাম, তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ শাহজাদা মিয়া, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, বদরুজ্জামান খসরু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, শামসুদ্দিন দিদার, কাজী মফিজুর রহমান, জামায়াতে ইসলামের মো. সেলিমুদ্দিন এবং প্রয়াত মুন্নুর বড় জামাতা মইনুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী ও সাংসদ মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নু। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

জানা গেছে, সংসদ ভবনে জানাজার পর অ্যাম্বুলেন্সে করে তার লাশ নিয়ে যাওয়া হবে মানিকগঞ্জে। সেখানে দুপুর দেড়টায় মানিকগঞ্জের সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ মাঠে, বেলা আড়াইটায় হরিরামপুরের পাটগ্রাম হাইস্কুল মাঠে, বিকাল সাড়ে ৩টায় মুন্নু মেডিকেল কলেজ মাঠে, সাড়ে চারটায় মুন্নু সিটিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিকাল সাড়ে ৫টায় মানিকগঞ্জ হুরুন্নাহার মুন্নু জামে মসজিদের পাশে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নয়াপল্টনে মুন্নুকে বিএনপির শেষ শ্রদ্ধা

আপডেট টাইম : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুন্নুর প্রথম নামাজে জানাজা শেষে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা।

জানাজা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা প্রথমে কফিনটি দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন, পরে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘জনাব হারুনার রশিদ খান মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রির পথিকৃৎ। তিনি তার জেলায় মানিকগঞ্জে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন- বিশেষ করে স্বাস্থ্য সেবার জন্য, যা অনন্য অবদান।’

ফখরুল বলেন, ‘সাধারণ মানুষের সেবার তিনি সারা জীবন কাজ করেছেন। আমরা তার মৃত্যুতে শোকগ্রস্ত। তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা জানি তার এই চলে যাওয়ার শূন্যতা পূরণ হওয়ার নয়।’

এরপর সকাল সোয়া ১০টার দিকে কার্যালয়ের সামনে এই শিল্পপতির নামাজে জানাজা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

এরপর বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই সংসদ সদস্যের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপির কার্যালয়ের সামনে জানাজায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান,  আবদুস সালাম, তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ শাহজাদা মিয়া, ফরহাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, বদরুজ্জামান খসরু, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, শামসুদ্দিন দিদার, কাজী মফিজুর রহমান, জামায়াতে ইসলামের মো. সেলিমুদ্দিন এবং প্রয়াত মুন্নুর বড় জামাতা মইনুল ইসলামসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মঙ্গলবার ভোরে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী ও সাংসদ মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নু। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

জানা গেছে, সংসদ ভবনে জানাজার পর অ্যাম্বুলেন্সে করে তার লাশ নিয়ে যাওয়া হবে মানিকগঞ্জে। সেখানে দুপুর দেড়টায় মানিকগঞ্জের সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ মাঠে, বেলা আড়াইটায় হরিরামপুরের পাটগ্রাম হাইস্কুল মাঠে, বিকাল সাড়ে ৩টায় মুন্নু মেডিকেল কলেজ মাঠে, সাড়ে চারটায় মুন্নু সিটিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিকাল সাড়ে ৫টায় মানিকগঞ্জ হুরুন্নাহার মুন্নু জামে মসজিদের পাশে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।