হাওর বার্তা ডেস্কঃ জাতীয় শোক দিবসের পোস্টারে নিজেদের ছবি ব্যবহার না করার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ ধরনের একটি স্ট্যাটাস দেন তিনি।
‘দৃষ্টি আকর্ষণ’ শিরোনামের ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিটসমূহের নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দকে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ব্যানার ফেস্টুনে শুধু বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ছাড়া ব্যক্তিগত এবং আমার কোনও ছবি ব্যাবহার না করার জন্য নির্দেশ দেয়া হইল। এই নির্দেশনা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান করা হইল, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।