হাওর বার্তা ডেস্কঃ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে এখন পর্যন্ত কমিশন গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।
হাইকোর্ট বলে, গত ফেব্রুয়ারি মাসে এ বিষয়ে আদেশ দেয়া হয়েছিল। কমিশন গঠন না করে বিষয়টি চিঠি চালাচালির পর্যায়ে রয়েছে। এখনো কমিশন গঠন হয়নি।
এ পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস বিশ্বাস বলেন, এ অল্প সময়ের মধ্যে এটি সম্ভব হয়নি। এ কারণেই সময় নেয়া হয়েছে।
আদালত বলে, একটি কমিশন গঠন করতে কত দিন লাগে? ছয় মাসেও কি এটি সম্ভব নয়?
এরপর আদালত ৩১ আগস্ট দিন ধার্য করে দেয়। এ সময়ের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয়।