ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রথমে বেশ ভয়ে ছিলাম: বিদ্যা সিনহা মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭
  • ৩৩৯ বার

 হাওর বার্তা ডেস্কঃ  চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এক সময় নাটকে নিয়মিত অভিনয় করলেও এখন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকা তিনি। তবে উৎসব উপলক্ষে এখনও নাটকে দেখা যায় তাকে। সম্প্রতি একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ তারকা। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও দুটি ছবি। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি

* দ্বিতীয়বারের মতো শাকিব খানের সঙ্গে জুটি হচ্ছেন। কেমন লাগছে?
** বিষয়টি অবশ্যই অনেক ভালো লাগার। শাকিব খান এখন দেশের সুপারস্টার। তার সঙ্গে সব নায়িকাই এখন কাজ করতে আগ্রহী। শুধু দেশে নয়, ভারতের অনেক নায়িকাও শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চান। তার সঙ্গে কাজ করা মানেই নতুন অভিজ্ঞতা।

* আগের শাকিব আর এখনকার শাকিবের মধ্যে কোনো পার্থক্য চোখে পড়ে?
** এখনও তো তার সঙ্গে অভিনয় শুরু হয়নি। তবে


যতটা দেখতে পাচ্ছি অনেক পার্থক্য আছে। তখনকার শাকিব শুধু বাংলাদেশের দর্শকদের ছিল। এখন তো ভারতেও তার অনেক দর্শক। সেখানেও অনেক জনপ্রিয় নায়ক তিনি। লুকে এসেছে দারুণ পরিবর্তন। সময়ের সঙ্গে তাল মিলিয়েই তার এ পরিবর্তন ইতিমধ্যেই সবার নজড় কেড়েছে।

* ‘ইয়াতির অভিযান’ ছবির খবর কী?
** সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের উপন্যাস ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ইয়াতির অভিযান’। পরিচালনা করেছেন পশ্চিম বঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি। আগামী দুর্গাপূজায় ছবিটি মুক্তি দেয়া হবে। ছবিতে ‘চিত্রাঙ্গদা বর্মা’ নামের একটি চরিত্রে অভিনয় করেছি আমি। আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ ও বাংলাদেশের ফেরদৌস।

* ছবিটিতে অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
** এ ধরনের গল্পের ছবিতে এই প্রথম অভিনয় করলাম। প্রথমে বেশ ভয়ে ছিলাম। অভিনয় করতে গিয়ে অনেক কিছু শেখা হয়েছে। গল্পই ছবিটির দর্শক ধরে রাখার কারণ হবে বলে আমার বিশ্বাস। কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতাও হয়েছে। সব কিছু কাটিয়ে ভালো একটি অভিজ্ঞতার মধ্য দিয়েই শুটিং শেষ করতে পেরেছি।

* ঈদে আপনার অভিনীত কোনো ছবি কি মুক্তি পাবে?
** যতদূর জানি ঈদে ‘পাষাণ’ ছবিটি মুক্তির কথা হচ্ছে। এর বাইরে আর কিছু বলতে পারব না। তবে এ বিষয়ে ছবিটির নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবেন।

* ঈদ উপলক্ষে কোনো নাটকে অভিনয় করছেন?
** অনেক প্রস্তাবই তো আসছে। তবে এখনও কাউকে শিডিউল দেইনি। নানা বিষয় নিয়ে ব্যস্ততায় সময় যাচ্ছে। ব্যস্ততা ফুরালে গল্প নিয়ে বসা হতে পারে। কোনো গল্প যদি পছন্দ হয় এবং সময় মিলে তখনই ঈদের নাটকে অভিনয় করা হবে।
অনিন্দ্য মামুন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ভুলে শিশুর ভালো চোখে অস্ত্রোপচার

প্রথমে বেশ ভয়ে ছিলাম: বিদ্যা সিনহা মিম

আপডেট টাইম : ১২:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭

 হাওর বার্তা ডেস্কঃ  চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এক সময় নাটকে নিয়মিত অভিনয় করলেও এখন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকা তিনি। তবে উৎসব উপলক্ষে এখনও নাটকে দেখা যায় তাকে। সম্প্রতি একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ তারকা। মুক্তির অপেক্ষায় রয়েছে আরও দুটি ছবি। সমসাময়িক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি

* দ্বিতীয়বারের মতো শাকিব খানের সঙ্গে জুটি হচ্ছেন। কেমন লাগছে?
** বিষয়টি অবশ্যই অনেক ভালো লাগার। শাকিব খান এখন দেশের সুপারস্টার। তার সঙ্গে সব নায়িকাই এখন কাজ করতে আগ্রহী। শুধু দেশে নয়, ভারতের অনেক নায়িকাও শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চান। তার সঙ্গে কাজ করা মানেই নতুন অভিজ্ঞতা।

* আগের শাকিব আর এখনকার শাকিবের মধ্যে কোনো পার্থক্য চোখে পড়ে?
** এখনও তো তার সঙ্গে অভিনয় শুরু হয়নি। তবে


যতটা দেখতে পাচ্ছি অনেক পার্থক্য আছে। তখনকার শাকিব শুধু বাংলাদেশের দর্শকদের ছিল। এখন তো ভারতেও তার অনেক দর্শক। সেখানেও অনেক জনপ্রিয় নায়ক তিনি। লুকে এসেছে দারুণ পরিবর্তন। সময়ের সঙ্গে তাল মিলিয়েই তার এ পরিবর্তন ইতিমধ্যেই সবার নজড় কেড়েছে।

* ‘ইয়াতির অভিযান’ ছবির খবর কী?
** সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের উপন্যাস ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ইয়াতির অভিযান’। পরিচালনা করেছেন পশ্চিম বঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি। আগামী দুর্গাপূজায় ছবিটি মুক্তি দেয়া হবে। ছবিতে ‘চিত্রাঙ্গদা বর্মা’ নামের একটি চরিত্রে অভিনয় করেছি আমি। আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ ও বাংলাদেশের ফেরদৌস।

* ছবিটিতে অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
** এ ধরনের গল্পের ছবিতে এই প্রথম অভিনয় করলাম। প্রথমে বেশ ভয়ে ছিলাম। অভিনয় করতে গিয়ে অনেক কিছু শেখা হয়েছে। গল্পই ছবিটির দর্শক ধরে রাখার কারণ হবে বলে আমার বিশ্বাস। কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতাও হয়েছে। সব কিছু কাটিয়ে ভালো একটি অভিজ্ঞতার মধ্য দিয়েই শুটিং শেষ করতে পেরেছি।

* ঈদে আপনার অভিনীত কোনো ছবি কি মুক্তি পাবে?
** যতদূর জানি ঈদে ‘পাষাণ’ ছবিটি মুক্তির কথা হচ্ছে। এর বাইরে আর কিছু বলতে পারব না। তবে এ বিষয়ে ছবিটির নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বলতে পারবেন।

* ঈদ উপলক্ষে কোনো নাটকে অভিনয় করছেন?
** অনেক প্রস্তাবই তো আসছে। তবে এখনও কাউকে শিডিউল দেইনি। নানা বিষয় নিয়ে ব্যস্ততায় সময় যাচ্ছে। ব্যস্ততা ফুরালে গল্প নিয়ে বসা হতে পারে। কোনো গল্প যদি পছন্দ হয় এবং সময় মিলে তখনই ঈদের নাটকে অভিনয় করা হবে।
অনিন্দ্য মামুন