হাওর বার্তা ডেস্কঃ প্রত্যেক মানুষেরই একটি বিশেষ পছন্দের রঙ রয়েছে। আপনি কি জানেন আপনার এই পছন্দের রঙই জানিয়ে দিতে পারে আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ? অবাক হচ্ছেন তাই তো? হ্যাঁ কালার সাইকোলজিষ্টরা তাই বলছেন। আসুন দেখে নিই তাদের তথ্য অনুযায়ী আপনার পছন্দের রঙ আপনার সম্পর্কে কি বলে।
পছন্দের রঙ যদি হয় বেগুনি, তাহলে আপনি একজন পারফেকশনিস্ট। যেকোনো কাজ নিখুঁতভাবে করাটাই আপনার ব্যক্তিত্বের মাপকাঠি। অত্যন্ত আবেগপ্রবণও। নীল পছন্দ করা মানুষ রক্ষণশীল। নিজস্ব চিন্তাধারা ও বিশ্বাস নিয়ে বাঁচেন এরা। আকাশি পছন্দ করারা অত্যন্ত সৎ ও সহানুভূতিশীল। সবুজ পছন্দ করারা খুব অল্পতেই খুশি হন। হলুদ পছন্দ করারা দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয়েই যুক্তি খুঁজে বেড়ান। কমলা পছন্দ করারা অত্যধিক সামাজিক হন। লাল পছন্দ করারা খুবই কর্মতৎপর ও আত্মবিশ্বাসী। সাদা পছন্দ করারা পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন ও খোলা মনের মানুষ হন। কালো পছন্দ করারা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ও দৃঢ়প্রতিজ্ঞ।