হাওর বার্তা ডেস্কঃ অবশেষে নেইমার নাটকের অবসান হতে যাচ্ছে। ফরাসি মিডিয়াগুলো খবর দিয়েছে, বার্সেলোনার ব্রাজিলিয়ান প্লে-মেকার বুধবারের মধ্যেই পিএসজির হয়ে যাচ্ছেন।
খবরে বলা হয়েছে, ফরাসি ক্লাবটি নেইমারের থেকে ইতোমধ্যে অনুমতি পেয়েছে, বিষয়টি জনসম্মুখে জানিয়ে দেওয়ার।
এরপরই ফরাসি সংবাদমাধ্যম নেইমারের ব্যাকগ্রাউন্ডে বিখ্যাত আইফেল টাওয়ারের ছবি জুড়ে দিয়ে খবর প্রকাশ করে।
একই ধরনের ঘটনা ঘটেছিল ২০১২ সালে, যখন সুইস তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ প্যারিসের এই ক্লাবটিতে যোগ দেন। তখনও কর্তৃপক্ষ বিষয়টি কঠোর গোপন রেখেছিল।
নেইমারের সঙ্গে চুক্তি কোথায় সই হবে তা জানা না গেলেও সব প্রস্তুতি পিএসজি শেষ করে রেখেছে।
ফরাসি রেডিও ইউরোপ-১ সোমবার খবর দিয়েছে, পিএসজি নেইমারকে তাদের চলতি মৌসুমের রোস্টারে অন্তর্ভুক্ত করেছে। ২২২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ বার্সাকে দিয়েই নেইমারকে আনছে ফরাসি ক্লাবটি।
গতকাল সোমবার মিয়ামিতে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেও ফরাসি মিডিয়াগুলো খবর প্রকাশ করেছে।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কাপে প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনা ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে।
এই ম্যাচ শেষে সবাই স্পেনে ফিরলেও নেইমার থেকে যান। পরে অবশ্য তিনি চীনের সাংহাইয়ে যান। সেখানে বিভিন্ন সংবাদমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দেন।
এরপর চীন থেকে সরাসির নেইমারের দোহা যাওয়ার কথা। সেখানে তার মেডিকেল পরীক্ষা হবে। সাধারণত পিএসজিতে নতুন কোনো খেলোয়াড় আসলে তাকে এই মেডিকেল পরীক্ষার মুখোমুখি হতে হয়।